Durga Puja 2023: বাদকুল্লার পুজোর থিমে চমক, লন্ডনের স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি মন্ডপ
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
বাদকুল্লায় সাবেকি পুজো খুব বেশি চোখে না পড়লেও গগনচুম্বি মন্ডপসজ্জা এবং চোখ ধাঁধানো আলোকসজ্জা কিংবা প্রতিমার অসাধারণ শিল্প নৈপূর্ণতায় মন কাড়ে বারবার।
বাদকুল্লা: দুর্গা পুজোর উৎসবে নদিয়ার মানচিত্রে অন্যতম স্থান বাদকুল্লা। সাবেকি পুজো খুব বেশি চোখে না পড়লেও গগনচুম্বি মন্ডপসজ্জা এবং চোখ ধাঁধানো আলোকসজ্জা কিংবা প্রতিমার অসাধারণ শিল্প নৈপূর্ণতায় বহিরাগতদের মন কাড়ে বারবার। পুজো প্রস্তুতি হিসেবে আজ আমরা তুলে ধরছি নদিয়ার বাদকুল্লার গাংনী উদয়ন সংঘকে।
এবছর তাদের পুজো ৭৫ তম বর্ষ পদার্পণ করছে। এ বছর তাদের ভাবনায় উঠে আসছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। এবছর তাদের আলোকসজ্জাতেও নতুন ভাবনা রয়েছে। তাদের মন্ডপ তৈরি হচ্ছে থার্মোকল এবং অন্যান্য সৌখিন সরঞ্জাম দিয়ে। এ বছর তারা আশা রাখছে বিগত বছর গুলির মতোই প্রচুর সংখ্যক দর্শনার্থী দেখতে পাবেন।
আরও পড়ুন: পুজোর আগে ব্যস্ততা বেড়েছে বাচিক শিল্পীদের
advertisement
advertisement
মন্ডপ নির্মাতা জানাচ্ছেন, প্রায় এক মাস ধরে ১২ জন মণ্ডপ কর্মী কাজ করছেন, তারা আশাবাদী মহালয়ার মধ্যেই সমাপ্ত করতে পারবেন কাজ।পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন তাদের এবারের বাজেট ২৭ লক্ষ টাকারও বেশি যার মধ্যে শুধুমাত্র মণ্ডপ সজ্জায় ১২ লক্ষ। তবে নজর কাড়া আলোকসজ্জাও থাকছে তাদের। পুজো উদ্বোধন করবেন মহকুমা শাসক ।
advertisement
আক্ষেপের সুরে তারা জানান, যেহেতু বাদকুল্লায় রাতে বিসর্জনের কোনও প্রশাসনিক অনুমতি নেই তাই দিনের বেলায় সেরে ফেলতে হয় বিসর্জন। কিন্তু অভিনব এবং বিগ বাজেটের আলোকসজ্জা মণ্ডপের পাশে লাগানো থাকলেও শোভাযাত্রায় দেখানো সম্ভব হয় না। তাই এ বছরেই তারা প্রশাসনের কাছে অনুরোধ জানাবেন উৎসবকে আরও আনন্দদায়ক করে তুলতে সন্ধ্যায় শোভাযাত্রার অনুমতি দেওয়ার জন্য, তবে শুধু তাদের জন্যই নয় বাদকুল্লা সমস্ত দুর্গা উৎসব কমিটির জন্যই এই আবেদন জানাবেন তারা।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2023 8:35 PM IST