Nadia News: আজও আশ্বিনের শারদ প্রাতে রেডিওতেই মহালয়া শুনতে ভালবাসে বাঙালি

Last Updated:

এখনও রেডিওতেই মহালয়া শুনতে ভালবাসে অনেক বাঙালি। এখনও জেলায় অনেক মানুষ রয়েছেন যারা অতীতের সেই পরম্পরাকেই ধরে রেখেছেন।

+
রেডিওতে

রেডিওতে মহালয়া

নদিয়া: প্রতি বছরই দীর্ঘ এক অপেক্ষার অবসান ঘটে মহালয়ার দিন ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনী শুনে। মহালয়ার দিন থেকে পিতৃপক্ষের অবসান হয়ে, দেবীপক্ষের সূচনা হয়। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয় আপামর বাঙালির মনে। বাঙালির কাছে মানুষের কাছে মহালয়া হল একটি আবেগ। যে আবেগটির মাধ্যমে সকলে অনুভব করে আর মাত্র সাত দিন পর থেকেই দেবীর আগমন আসন্ন তাদের কাছে।
অতীতে মহালয়া শোনার একটা আবেগ ছিল, বাচ্চা থেকে বুড়ো সকলেই ভোর ৪ টের সময় অল্প আওয়াজে রেডিওর সামনে বসে পড়তেন মহিষাসুরমর্দিনী শোনার জন্য এবং যাদের বাড়িতে রেডিও ছিল না তারা চলে যেতেন সেই সমস্ত আত্মীয়-স্বজনদের বাড়িতে দল বেঁধে। দিন বদলাতে থাকল আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেলিভিশন আবিষ্কার হল। সেই দিন থেকে এখনও পর্যন্ত টেলিভিশন, ল্যাপটপ ,স্মার্ট টিভি, স্মার্টফোন ইত্যাদি সমস্ত নিত্যনতুন টেকনোলজিক্যাল বস্তুর আবিষ্কার হল। এবং এই সমস্ত বস্তুর মাধ্যমে, তথা ইন্টারনেটের মাধ্যমে যেকোনো সময়ই সকলেই মহালয়া দেখতে বা শুনতে পারেন।
advertisement
advertisement
কিন্তু , এখনও অনেক মানুষ রয়েছেন যারা অতীতের সেই পরম্পরাকেই ধরে রেখেছেন। তারা এখনও রেডিওতেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনী শুনতে পছন্দ করেন। তারা কোনও টিভি বা স্মার্টফোনের মাধ্যমে মহিষাসুরমর্দিনী শুনে থাকেন না। সেখানকার বয়স্ক প্রবীণদের পাশাপাশি এমনকি তরুন প্রজন্মর অনেকই কিন্তু এই রেডিওর মাধ্যমেই মহালয়াতে মহিষাসুরমর্দিনীশুনতে বেশি পছন্দ করেন।
advertisement
আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য এগিয়ে এল মায়েরা, তাতেই ঘটল মিরাকেল
জেলার বেশিরভাগ মানুষের মতে রেডিওর মাধ্যমে মহালয়া শোনা একটি আভিজাত্বের ব্যাপার থাকে। তাই এখনও অনেকে সেই অতীতের পরম্পরাকেই অনুসরণ করে থাকে। মহালয়ার আগে তারা চলে যান রেডিও সারাতে। এবং যে সকল ব্যক্তিরা যারা সারা বছর রেডিও সারান না তারাও কিন্তু পুজোর আগে মহালয়ার দরুন একাধিক রেডিও সারানোর মাধ্যমে মুনাফা অর্জন করে থাকেন।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: আজও আশ্বিনের শারদ প্রাতে রেডিওতেই মহালয়া শুনতে ভালবাসে বাঙালি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement