Nadia News: বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য এগিয়ে এল মায়েরা, তাতেই ঘটল মিরাকেল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য মায়েদের দুর্দান্ত প্রচেষ্টা, গড়ে তুললেন আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র
নদিয়া: মূক ও বধির সহ বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের জন্য শান্তিপুরের মায়েরা গড়ে তুলল প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন হাতের কাজের ট্রেনিং দেওয়া হবে। বিশেষভাবে সক্ষম শিশুদের পড়াশোনার ব্যবস্থা মূলত জেলার সদর শহর কেন্দ্রিক হয়ে থাকে। এর ফলে প্রত্যন্ত এলাকার বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা বঞ্চিত হয়। সেই কথা মাথায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
শান্তিপুরের গৃহবধূ মধুমিতা গোস্বামী সেন যশোদানন্দ প্রামাণিক এলাকায় চালু করলেন বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এক প্রশিক্ষণ কেন্দ্র। সেই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সোমবার সকালে। সেখানে উপস্থিত ছিলেন বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং তাদের অভিভাবকেরা। মূলত শান্তিপুর শহরের বুকে এই ধরনের শিক্ষা কেন্দ্র চালু হওয়ায় খুশি প্রত্যেকেই।
advertisement
advertisement
শান্তিপুরের গৃহবধূ মধুমিতা গোস্বামী সেনের সন্তানও বিশেষভাবে সক্ষম। তবে হেরে যাননি তিনি। এই লড়াই চালাবেন বলে নেননি দ্বিতীয় সন্তান। সেই লড়াইয়ের ফলোষও পেয়েছেন। নিজের বিশেষভাবে সক্ষম সন্তানকে ইতিমধ্যেই মাধ্যমিক পাস করিয়েছেন তিনি। এবার তাঁর লক্ষ্য আর্থিক কারণে বিশেষভাবে সক্ষম যে শিশুরা সঠিক প্রশিক্ষণের সুযোগ পায় না তাদের কাছে আধুনিক প্রশিক্ষণের সুবিধা পৌঁছে দেওয়া।
advertisement
শান্তিপুরের যশোদানন্দ স্ট্রিটে নিজের পৈত্রিক বাড়ি রয়েছে শান্তিপুরের বাসিন্দা বিজলী খাঁ’র। বাবা-মা এর মৃত্যুর পর বাড়িটি খালিই পড়েছিল। তাঁর ইচ্ছে ছিল এই বাড়িটি কোনও সমাজসেবামূলক কাজে ব্যবহার করার। ঠিক তখনই মধুমিতাদেবী যোগাযোগ করেন তাঁর সঙ্গে। প্রস্তাব দেন তার এই বাড়িটিতে বিশেষভাবে সক্ষম শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র করার। এক কথাতেই বিজলীদেবী রাজি হয়ে যান। সম্পূর্ণ বিনামূল্যে বাড়িটি তাঁদেরকে দিয়ে দেন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য।
advertisement
উদ্বোধনের দিনই বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের একাধিক অভিভাবক আসেন তাঁদের সন্তানদের নিয়ে। কুটিরপাড়া থেকে শুভ্রা প্রামানিক এসেছিলেন তাঁর সন্তান প্রিয়াংশি প্রামাণিককে নিয়ে। শান্তিপুরে গোপালপুর এলাকা থেকে সামিনা হুসেন তাঁর দুই সন্তান রিয়া হোসেন ও জিতু হোসেনকে নিয়ে আসেন এই প্রশিক্ষণ কেন্দ্রে। প্রত্যেকেই এই প্রশিক্ষণ কেন্দ্রে তাদের সন্তানদের সঠিক শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য আগ্রহী বলে জানালেন।
advertisement
সপ্তাহে একদিন করে আসবেন একজন স্পেশাল এডুকেটর হাকিব বিশ্বাস। যিনি ২০০৮ সাল থেকে এই পেশার সঙ্গে যুক্ত। এই সমস্ত শিশুদের শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে যথেষ্টই আর্থিক খরচ হয় বাবা-মায়ের। তাঁদের কথা মাথায় রেখেই ন্যূনতম খরচে চালু করা হয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্র। মাসিক দেড় হাজার টাকার বিনিময়ে সপ্তাহে তিন দিন ক্লাস করতে পারবে যেকোনও বিশেষভাবে সক্ষম শিশু। সপ্তাহে একদিন করে আসবেন একজন স্পেশাল এডুকেটর এবং বাকি দুদিন তাঁরই সহকারী শিক্ষকরা সেই সমস্ত শিশুদের প্রশিক্ষণ দেবেন বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই শান্তিপুরের বুকে এধরনের প্রশিক্ষণ কেন্দ্র খোলায় খুশি অভিভাবকরা। এখানে অটিজিম, স্পিচ থেরাপি, এডিএইচটি, বিভিন্ন ধরনের মানসিক সমস্যা সমাধানের প্রশিক্ষণ দেওয়া হবে।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2023 10:34 PM IST