North 24 Parganas News: বৃষ্টি থেমে রোদ উঠতেই পচন শুরু সবজিতে, পুজোর আগে আরও দাম বাড়বে
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
গত কয়েকদিনের টানা বৃষ্টির পর রোদ উঠতেই মাথায় হাত কৃষকদের, পচন ধরেছে ফসলে। এর ধাক্কায় বাজারে চড়চড় করে বাড়ছে সবজির দাম
উত্তর ২৪ পরগনা: গত এক সপ্তাহের টানা বৃষ্টির পর রোদ উঠতেই মাথায় হাত কৃষকদের। গত কয়েক দিন ধরে জলের তলায় ডুবে থাকা ফসলের গোড়া রোদ উঠতেই পচতে শুরু করেছে। ফসলের এই পচনে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারেন কৃষকরা। পাশাপাশি দুর্গাপুজোর আগে অগ্নিমূল্য হতে পারে সবজির দাম।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের দশটি ব্লকের কয়েক হাজার হেক্টর জমিতে সবজি চাষ করেছিলেন কৃষকরা। এই বছর ফলন হয়েছিল ভাল। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গোটা বিষয়টাই বদলে যায়। গাছের গোড়ায় জল দাঁড়িয়ে পচন শুরু হয় কাঁচা লঙ্কা, ওল, ফুলকপি, বাঁধাকপি, ববরবটি, ঢ্যাড়শ, কাঁকরোল, উচ্ছে, গাঁজর, বিট, পেঁপে, কাঁচকলা সহ একাধিক ফসলের। বৃষ্টি থেমে এবার রোদ উঠলে সেই বিপদ আরও বেড়েছে।
advertisement
advertisement
ফসলের পচনের এই প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে বাজারে। সমস্ত সবজির দাম প্রায় দ্বিগুণের কাছাকাছি বেড়ে গিয়েছে। নিম্নচাপের আগে কাঁচালঙ্কা কেজিপ্রতি ৫০ টাকা ছিল, সেটা হয়েছে একশো টাকারও বেশি। উচ্ছে, বেগুন, বিট, গাজর, বরবটি ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে ফসল পচে যেতে থাকায় ক্ষতির মুখে কৃষকরা। সব মিলিয়ে পুজোর আগে পরিস্থিতিটা মোটেও সুখকর নয়।
advertisement
জুলফিকার মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 09, 2023 10:10 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বৃষ্টি থেমে রোদ উঠতেই পচন শুরু সবজিতে, পুজোর আগে আরও দাম বাড়বে








