Nadia News: টানটান উত্তেজনা! মাজদিয়ায় আয়োজিত নকআউট ফুটবল ম্যাচ

Last Updated:

কথায় বলে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবল খেলা আমরা সকলেই ভালবাসি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের জ্বরে মজেছে গোটা দেশ। ফুটবল প্রেমীদের জন্য সেই উন্মাদনা আরো খানিকটা বাড়িয়ে দিতেই নদীয়ার মাজদিয়ায় আয়োজন করা হয়েছিল নক আউট ফুটবল ম্যাচের।

+
title=

#মাজদিয়া : কথায় বলে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবল খেলা আমরা সকলেই ভালবাসি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের জ্বরে মজেছে গোটা দেশ। ফুটবল প্রেমীদের জন্য সেই উন্মাদনা আরো খানিকটা বাড়িয়ে দিতেই নদীয়ার মাজদিয়ায় আয়োজন করা হয়েছিল নক আউট ফুটবল ম্যাচের। প্রায় এক মাস ধরেই চলেছিল এই নকআউট ফুটবল ম্যাচ। এই ফুটবল প্রতিযোগিতায় বেশ কয়েকটি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচ শুরু করার আগে আদিবাসীদের খোল ও মাদলের গান ও নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
গোটা মাঠ গান ও নাচের তালে প্রদক্ষিণ করেন আদিবাসী শিল্পীরা। ফুটবল ম্যাচের মধ্যে এরকম বর্ণাঢ্য অনুষ্ঠান খেলাটিকে অন্য মাত্রা নিয়ে গেছে বলে জানায় মাঠে উপস্থিত দর্শকেরা। ফাইনাল ম্যাচে দুটি দল অংশ নেয়। অজয় স্মৃতি ক্লাব এবং শান্তিপুর জিআইএস ক্লাব ফাইনালে ওঠে। ফাইনাল খেলায় অজয়ের স্মৃতি অ্যাথলেটি ক্লাব জয়ী হয় এবং শান্তিপুর জিআইএস ক্লাব রানার্স আপ যেতে। প্রায় এক মাস ধরে এই খেলা প্রতিনিয়ত দেখতে আসছেন ফুটবল প্রেমী সমস্ত মানুষেরা। ফাইনাল ম্যাচেও দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো।
advertisement
আরও পড়ুনঃ হারিয়ে যাওয়া মোবাইল পুনরুদ্ধার করে প্রাপকদের ফিরিয়ে দিল রানাঘাট জি আর পি
জানা যায় সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই শুরু থেকে শেষ পর্যন্ত খেলাটি পরিচালনা করা হয়। প্রসঙ্গত শীতকাল আসতেই জেলায় ইতিমধ্যে একাধিক জায়গায় আয়োজন করা হচ্ছে নকআউট ফুটবল ম্যাচের। তার মধ্যে অন্যতম সম্পূর্ণ মহিলাদের নিয়ে ফুটবল ম্যাচের আয়োজন। যেটি হয়ে গেল কিছুদিন আগেই নদীয়ার মাজদিয়াতে। সুতরাং বলা যেতে পারে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও ফুটবল খেলার প্রতি বর্তমানে আকর্ষণ বাড়ছে।
advertisement
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: টানটান উত্তেজনা! মাজদিয়ায় আয়োজিত নকআউট ফুটবল ম্যাচ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement