Durga Puja 2022: পুজোর ধুনুচি, প্রদীপ বানাতে ব্যস্ত নদিয়ার মহিলা মৃৎশিল্পীরা 

Last Updated:

আসন্ন দুর্গাপূজার সরঞ্জাম বানাতে ব্যস্ত মহিলা মৃৎশিল্পীরা 

+
পুজোর

পুজোর সরঞ্জাম বানাতে ব্যস্ত মহিলা

#নদিয়া: দোরগোড়ায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। মাঠে নদীর পারে কাশফুল ও শিউলি গাছের তলায় শিউলি ফুল পড়ে জানান দিচ্ছে আগমনীর বার্তার। ইতিমধ্যে পুজোর তোড়জাড় করতে ব্যস্ত পুজো কমিটি থেকে শুরু করে জেলার সমস্ত মৃৎশিল্পীরাও। প্রতিমা গড়ার কাজ প্রায় শেষের মুখে। তবে জেলার মৃৎশিল্পীরা শুধুমাত্র প্রতিমা গড়াতেই পারদর্শী নন। প্রতিমা গড়ার পাশাপাশি তারা বানান মাটি দিয়ে বানানো পুজোর একাধিক সামগ্রী। তার মধ্যে রয়েছে পুজোর ঘট, সরা, ধুনুচি, ঝাজরি, প্রদীপ ইত্যাদি নানান সামগ্রী।ঠাকুর বড়ার পাশাপাশি আপাতত সেই সব সামগ্রী বানাতে ব্যস্ত জেলার একাধিক মৃৎশিল্পীরা।
এই সমস্ত সামগ্রী বানাতে এগিয়ে এসেছেন পুরুষদের পাশাপাশি মহিলারাও। টানা ১২ ঘন্টা এই কাজে নিযুক্ত থাকেন বেশ কিছু মহিলা মৃৎশিল্পীরাও। মাটি ছেনে সেই মাটি দিয়েই সুন্দরভাবে কারুকার্য করে বানানো হয় পূজোর একাধিক নিত্য সামগ্রী। এরপর সেগুলিকে শুকানো হয় রোদে। তারপরে সেগুলিকে পোড়ানো হয় আগুনের তাপে। এখানেই শেষ হয়ে যায় না তাদের কাজ। এরপরেই শুরু হয় তাদের প্রতিভার মূল নিদর্শন। বিভিন্ন রঙে আঁকা হয় বিভিন্ন চিত্র। আর সেই চিত্রতেই ফুটে ওঠে সেই সমস্ত পুজোর সামগ্রীর বস্তুগুলি। সংসার চালানোর পাশাপাশি দিনরাত এক করে তারা বানিয়ে চলেছেন আসন্ন দুর্গাপুজোর বিভিন্ন সামগ্রী।
advertisement
advertisement
জেলা থেকে এই সমস্ত পুজোর সামগ্রী চলে যাবে শহরতলি এবং কলকাতাতেও। এইসব জিনিসগুলি দাম কিছুটা বাড়লেও চাহিদা কিন্তু একেবারেই কমেনি বলে জানালেন তারা। সামনেই বিশ্বকর্মা পুজো এবং তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। করোনা আবহে দীর্ঘ দু বছর জাঁকজমক হবে পালন করা হয়নি একাধিক পুজো ও অনুষ্ঠান। মহামারি প্রকোপ কিছুটা কমতেই আবারও পুরনো ছন্দে ফিরে এসেছে বাঙালির বারো মাসের তেরো পার্বণ। সেই কারণেই পুজো কমিটিগুলির পাশাপাশি চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল জেলার মৃৎশিল্পীদেরও।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Durga Puja 2022: পুজোর ধুনুচি, প্রদীপ বানাতে ব্যস্ত নদিয়ার মহিলা মৃৎশিল্পীরা 
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement