Independence Day 2023: মহাত্মা করমচাঁদ গান্ধির পাশে হাঁটছেন ক্ষুদিরাম! স্বাধীনতা দিবসের দিন এ কোন দৃশ্য
- Reported by:MAINAK DEBNATH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে নদিয়ার মায়াপুর বামনপুকুর প্রাইমারি স্কুলের পড়ুয়াদের নিয়ে আয়োজিত হল পদযাত্রা
গান্ধিজি থেকে ক্ষুদিরাম, স্বাধীনতা দিবসের প্রভাত ফেরিতে পা মেলালেন সকলে!
মায়াপুর বামনপুকুর প্রাইমারি স্কুলের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছোট ছোট ছেলেমেয়েরা স্বাধীনতা সংগ্রামীদের মতো সেজে অংশগ্রহণ করে।
৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে নদিয়ার মায়াপুরের এই প্রাথমিক স্কুলের বিশেষ আয়োজন ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের।advertisement
advertisement
পড়ুয়াদের মধ্যে কেউ সেজেছিল গান্ধিজি আবার কেউ ক্ষুদিরাম। এছাড়াও দেশের অন্যান্য বীর বিপ্লবীদের মতোও সেজেছিল অনেকে।
মায়াপুর বামনপুকুর প্রাথমিক বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান শিক্ষক হিরণ শেখের পাশাপাশি হাজির ছিলেন অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। এমনকি অভিভাবকরাও উৎসাহের সঙ্গে এই পদযাত্রায় যোগ দিয়েছিলেন।advertisement
শুধু স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নয়, এর আগেও পড়ুয়াদের নিয়ে নানান উদ্ভাবনী ও গঠনমূলক কাজকর্ম করে নজরে এসেছে এই স্কুলটি।
স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলের এমন আয়োজনে খুশি সেখানকার ছোট ছোট পড়ুয়ারা। এমনই বিভিন্ন উদ্যোগের ফলে ওই স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার অত্যন্ত ভাল বলে জানা গিয়েছে।Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 15, 2023 4:34 PM IST










