Nadia News: দিনের পর দিন মারধর, স্বামী মেরে মাথা ফাটাল গৃহবধুর , রক্তাক্ত অবস্থায় এ কী করলেন গৃহবধু

Last Updated:

Nadia News: অভিযোগ স্বামী বাবলু মণ্ডল প্রথমে শুরু করে বেধড়ক মারধর, এরপর মাথা দেয় ফাটিয়ে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
শান্তিপুর: রুদ্র মূর্তি স্বামীর হাতে আক্রান্ত গৃহবধূ, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। অকারণে প্রতিনিয়ত স্বামীর অত্যাচার, প্রতিবাদ করলে কপালে জোটে মারধোর। এদিন অত্যাচারের মাত্রা আরও বেড়ে যাওয়ায় আবারও প্রতিবাদ করলে রুদ্রমূর্তি স্বামীর হাতে আক্রান্ত গৃহবধূ।
ঘটনাটি শান্তিপুর ব্লকের বোয়ালিয়া এলাকার। আক্রান্ত গৃহবধূ শিপু মণ্ডলের অভিযোগ, প্রায় দিনই তাঁর স্বামী অকারণে তাঁর ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার করে, একাধিকবার প্রতিবাদ করেছেন তিনি। তার বদলে স্বামীর হাতে খেয়েছেন বেধড়ক মার, তবুও মুখ বুজে সহ্য করেছেন একমাত্র সংসার করার তাগিদে। এদিন অত্যাচারের মাত্রা বেড়ে যায় তার ওপর, আবারও প্রতিবাদ না করে থাকতে পারেননি গৃহবধূ শিপু মন্ডল।
advertisement
আরও পড়ুন: 'বাংলায় ৩০০-৪০০ টা মিনি কাশ্মীর রয়েছে', পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য বিবেক অগ্নিহোত্রীর
অভিযোগ স্বামী বাবলু মণ্ডল প্রথমে শুরু করে বেধড়ক মারধর, এরপর মাথা দেয় ফাটিয়ে। রক্তাক্ত অবস্থায় একাই যান শান্তিপুর হাসপাতালে চিকিৎসার জন্য। খবর শুনে গৃহবধূর শশুর বাড়িতে আসে বাপের বাড়ির লোকজন, তারপর গৃহবধূকে মারধরের ঘটনা নিয়ে প্রতিবাদ করেন তারাও।
advertisement
advertisement
এই ঘটনায় থানার দারস্ত হয় আক্রান্ত গৃহবধূ শিপু মণ্ডল-সহ তাঁর বাপের বাড়ির লোকজন, এরপর অভিযুক্ত স্বামী বাবলু মন্ডলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে থানায়। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শান্তিপুর থানার পুলিশ। গৃহবধূর দাবি, তার স্বামী যেভাবে প্রতিনিয়ত অত্যাচার করে আসছে তা সহ্যের বাইরে। তাই পুলিশিই এখন একমাত্র আস্থা বলে মনে করছেন আক্রান্ত গৃহবধূ।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: দিনের পর দিন মারধর, স্বামী মেরে মাথা ফাটাল গৃহবধুর , রক্তাক্ত অবস্থায় এ কী করলেন গৃহবধু
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement