Panchayat Election 2023 Results: নবদ্বীপের ১০ টি পঞ্চায়েতের চূড়ান্ত ফল, শাসকের গড়ে বিরোধী থাবা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
দেখে নিন বিধানসভা এলাকার গ্রাম পঞ্চায়েতেনদিয়ার নবদ্বীপ বিধানসভা এলাকার ১০ টি পঞ্চায়েতের চূড়ান্ত ফল ঘোষণা করল নির্বাচন কমিশন। ৬ টি দখলে রাখতে পারলেও বাকি ৪ টি হাতছাড়া হল তৃণমূলেরর চূড়ান্ত ফলাফল
নদিয়া: সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। নদিয়া জেলা সহ সব জেলাতেই এখনও পঞ্চায়েত স্তরের ভোট গণনা চলছে। তবে তা শেষের পথে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় পঞ্চায়েত সমিতির ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। সব ক্ষেত্রেই শাসক দল তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে এগিয়ে আছে। তবে বিরোধীরাও নিজেদের সাধ্যমত লড়াই করে কিছু কিছু করে আসন পেয়েছে। এরই মধ্যে নবদ্বীপ বিধানসভা এলাকার ১০ টা পঞ্চায়েতেরই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: মিহিলালকে টেনেও বগটুইয়ে পদ্ম ফোটাতে পারল না বিজেপি! শেষ হাসি তৃণমূলের
নদিয়ার নবদ্বীপ বিধানসভার অন্তর্গত ১০ টি পঞ্চায়েতের চূড়ান্ত ফলাফল আপনাদের সামনে তুলে ধরার আগে তা নিয়ে কটা জরুরি বিষয়। এখানে এককভাবে ৬ টি পঞ্চায়েতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। তারমধ্যে মহিশুরা পঞ্চায়েতের সবকটি আসন জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। এদিকে বিজেপি জোয়ানিয়া পঞ্চায়েত ও সিপিএম মায়াপুর বামুনপুকুর-১ পঞ্চায়েত দখল করেছে। আর ভালুকা এবং স্বরূপগঞ্জ পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে। এর মধ্যে ভালুকা পঞ্চায়েতে সিপিএমের দিকেই পাল্লা ভারী। এই পঞ্চায়েতের ১৮ টি আসনের মধ্যে সিপিএম এককভাবে জিতেছে ৯ টিতে। ২ টিতে জিতেছে তৃণমূল, বিজেপি পেয়েছে ৬ টি এবং নির্দল প্রার্থী ১ টি আসনে জয়ী হয়েছে। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের দিন অশান্তিতে বোমার আঘাতে গুরুতর জখম হয়েছিলেন এই ভালুকারই সিপিএম কর্মী শুকুর আলি শেখ। সোমবার তাঁর মৃত্যু হয়। ২৩২ নম্বর বুথের সিপিএম প্রার্থী সৌমিতা বিবি’র শ্বশুর ছিলেন শুকুর আলি।
advertisement
নবদ্বীপ বিধানসভা এলাকার ১০ টি গ্রাম পঞ্চায়েতের চূড়ান্ত ফলাফল:
advertisement
বাবলারি: (মোট আসন- ৮)
তৃণমূল- ৭
বিজেপি- ১
সিপিএম- ০
নির্দল- ০
মহিশুরা: (মোট আসন-১২)
তৃণমুল- ১২
বিজেপি- ০
সিপিএম- ০
নির্দল- ০
মাজদিয়া পানশীলা: (মোট আসন- ২৪)
তৃণমূল- ১৩
বিজেপি- ১১
সিপিএম- ০
বামনপুকুর- ২: (মোট আসন- ১৫)
তৃনমূল- ১২
advertisement
বিজেপি- ১
সিপিএম- ১
নির্দল- ১
ফকিরডাঙা ঘোলাপাড়া: (মোট আসন- ১১)
তৃণমূল- ৯
বিজেপি- ১
সিপিএম- ১
জোয়ানিয়া: (মোট আসন- ২১)
বিজেপি- ১১
তৃনমূল- ৭
সিপিএম- ২
অন্যান্য- ১
ভালুকা: (মোট আসন- ১৮)
তৃনমূল- ২
বিজেপি- ৬
সিপিএম- ৯
নির্দল- ১
চরমাজদিয়া চর ব্রাহ্মনগর: (মোট আসন- ১২)
তৃণমূল- ১১
বিজেপি- ১
advertisement
স্বরূপগঞ্জ: (মোট আসন- ২৬)
তৃণমূল- ১০
বিজেপি- ১০
সিপিএম- ৬
মায়াপুর-বামনপুকুর-১: (মোট আসন- ২১)
তৃণমূল- ৩
বিজেপি- ১
সিপিএম- ১৭
তৃণমূলের হাতছাড়া হল চারটি পঞ্চায়েত। যদিও ত্রিশঙ্কু পঞ্চায়েত দুটির চূড়ান্ত পরিণতি কী হবে তা আগাম বলা সম্ভব নয়।
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 8:29 PM IST