Bengal Panchayat Election 2023: মিহিলালকে টেনেও বগটুইয়ে পদ্ম ফোটাতে পারল না বিজেপি! শেষ হাসি তৃণমূলের

Last Updated:

Bengal Panchayat Election 2023: বগটুই গ্রামের চারটি আসনেই তৃণমূলের জয়

মিহিলালকে টেনেও বগটুইয়ে পদ্ম ফোটাতে পারল না বিজেপি
মিহিলালকে টেনেও বগটুইয়ে পদ্ম ফোটাতে পারল না বিজেপি
বীরভূম: বগটুই গ্রামের চারটি আসনেই তৃণমূলের জয়। সেই নিয়েই রাজনৈতিক তরজা জেলাজুড়ে। রাজনৈতিক দলগুলি সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের চারটির মধ্যে দুটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল। বাকি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। কিন্তু সেই আসনেও তৃণমূল জয়লাভ করেছে।
ঘটনা হল, একটি সংঘর্ষের ঘটনার জেরে গত বছর ২১ মার্চ বগটুই গ্রামে পুড়িয়ে খুন করা হয় ১০ জনকে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, প্রথমে উপপ্রধান ভাদু সেখকে গুলি করে হত্যা করা হয়। তারই পাল্টা বগটুই গ্রামে পুড়িয়ে খুন করা হয়েছিল ১০ জনকে। সেই বগটুই গ্রামে সবুজ ঝড় অব্যাহত থাকল। তবে কেবল বগটুই গ্রাম নয়। ওই পঞ্চায়েত অর্থাৎ বরশাল পঞ্চায়েতও তৃণমূলের দখলে।
advertisement
advertisement
বরশাল পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্যে ১১ টিতে তৃণমূল জয়লাভ করেছে। আর ৮ টি বিজেপি ও ৩ টি জোট জয় লাভ করেছে। তবে এখনও আসন সংখ্যা নিশ্চিত নয়। প্রসঙ্গত, বগটুইয়ে মৃতদের পরিবারের অন্যতম সদস্য মিহিলাল শেখ বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই মিহিলালের উদ্যোগে মৃতদের পরিবারের ৩ সদস্যকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু দেখা গেল একদা শিরোনামে থাকা বগটুইয়ে শেষে জিতল তৃণমূল।
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Bengal Panchayat Election 2023: মিহিলালকে টেনেও বগটুইয়ে পদ্ম ফোটাতে পারল না বিজেপি! শেষ হাসি তৃণমূলের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement