Nadia News: ভুট্টা চাষে বিরাট লাভ করছেন নদিয়ার কৃষকরা

Last Updated:

মূলত এবার হাইব্রিড ভুট্টা চাষ করা হয়েছে সমস্ত জায়গায় । এবছর সাড়ে তিনশো হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে ৷

+
title=

কৃষ্ণনগর: ভুট্টা চাষ করে নজির সৃষ্টি করলেন নদিয়ার কৃষ্ণনগর দুই নম্বর ব্লকের অন্তর্গত দেবীপুর গ্রামের চাষি নায়েব শেখ।  ভুট্টা এমন এক ধরনের চাষ যে চাষে বেশি খরচ নেই । কেবলমাত্র সামান্য জল সার ওষুধের প্রয়োজন হয় । ভুট্টা খাদ্য হিসেবে খুবই ভাল আমরা জানি। ভুট্টার গুণগত মান অত্যন্ত বেশি। কেবলমাত্র ১৫ কাঠা জমিতে এ বছর তিনি আড়াই বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন এবং ফলন খুব ভাল হয়েছে। বিঘা পতি ১২ থেকে ১৩ কুইন্টাল ভুট্টা হয়।
এ বছরে ভুট্টা চাষ অত্যন্ত ভাল হয়েছে এবং যথেষ্ট লাভবান হবে বলে তিনি জানান। এছাড়াও অন্যান্য চাষিরা জানান এই চাষ খুবই ভাল এবং লাভজনক। এ বিষয়ে কৃষ্ণনগর দুই নম্বর ব্লকের কৃষি আধিকারিকের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, শুধুমাত্র দেবীপুর নয় পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের কৃষকরা ভুট্টা চাষ করেছে এবং অত্যন্ত ভাল ফলন হয়েছে এবার । মূলত এবার হাইব্রিড ভুট্টা চাষ করা হয়েছে সমস্ত জায়গায় । এবছর সাড়ে তিনশো হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে বলে কৃষি অধিকারী জানান ।
advertisement
advertisement
কৃষকদের এই সাফল্য কৃষি আধিকারিকদের যথেষ্ট সাফল্য এনে দিয়েছে । লাভ ভাল পরিমানে হলে চাষিরা আরও উপকৃত হবেন বলে জানিয়েছেন তারা। নায়েব শেখ কৃষকদেরকে ভুট্টা চাষ করবার জন্য বিশেষ আহ্বান করেছেন যে ভুট্টা চাষ সঠিক পদ্ধতিতে করলে ভাল পরিমানে লাভ করা যায় । নায়েব শেখ ভুট্টার ফলন ভালো হওয়ায় যথেষ্ট খুশি তিনি।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ভুট্টা চাষে বিরাট লাভ করছেন নদিয়ার কৃষকরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement