Extra Marital Affair: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করেছিলেন স্ত্রী, তারপর যা ঘটল জানলে শিউরে উঠবেন
- Reported by:MAINAK DEBNATH
- hyperlocal
- Edited by:Sudip Paul
Last Updated:
Extra Marital Affair: স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে লোহার বাটখারা দিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগ। ঘটনাটি নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত রাঙ্গিয়া এলাকার।
নদিয়া: দীর্ঘ দিন ধরে স্বামী পরকীয়ায় জড়িয়েছিল বলে অভিযোগ। স্ত্রী জানার পরও কোনও পাত্তা দেননি। স্ত্রী প্রতিবাদ করলে জুটত শারীরিক ও মানসিক অত্যাচারের। দীর্ঘ দিন ধরেই স্বামীর কাছ থেকে হচ্ছিলেন অবহেলিত। কিন্তু শেষ পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে কেউ ভাবতেও পারেনি। স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে লোহার বাটখারা দিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগ। ঘটনাটি নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত রাঙ্গিয়া এলাকার।
এই ঘটনা সামনে আসার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতার নাম রোকিয়া মন্ডল। স্বামী ওসমান গনি মন্ডল। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, তাদের জামাই ওসমান গনির অন্য এক মেয়ের সাথে সম্পর্ক ছিল। তাদের মেয়ে রোকেয়া মন্ডল দীর্ঘদিন ধরেই তারই প্রতিবাদ করে আসছিল। অভিযোগ এদিন আরও একবার প্রতিবাদ করায় ওসমান গনি মন্ডল গৃহবধূ রোকিয়া মন্ডলকে লোহার বাটখারা দিয়ে নৃশংসভাবে আঘাত করে। এবং ঘটনাস্থলে মৃত্যু হয় রোকিয়ার।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মৃতার পরিবার। ক্ষোভে ফেটে পড়েন তারা। উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় ভীমপুর থানার পুলিশ। তারপর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই ওসমান গনি মন্ডল পলাতক। যদিও অভিযুক্তর খোঁজ চালাচ্ছে ভীমপুর থানার পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতার পরিবার স্থানীয়রা।
advertisement
advertisement
মৃতের ভাই রাকেশ হোসেন জানান,”দিদিকে জামাইবাবু বাটখারা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। স্পটেই আমার দিদি মারা যায়। দীর্ঘদিন ধরে আমার জামাইবাবুর বাইরে এক জায়গায় সম্পর্ক ছিল। সেই সম্পর্কে আমার দিদি বাধা দিত এবং সেই বাধা দেওয়ার কারণেই আমার দিদিকে প্রায় দিনই অত্যাচার করত। এদিন আমরা শুনতে পাই আমার দিদিকে বাটখারা দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। তারপরে আমরা ঘটনাস্থলে গিয়ে এই দৃশ্য দেখতে পাই”।
advertisement
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2023 9:32 PM IST