Nadia: নবদ্বীপে আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা

Last Updated:

মাজদিয়া ইয়ংস্টারের পরিচালনায় আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় নদিয়া জেলার নবদ্বীপ থানার অন্তর্গত মাঝদিয়ায়।

+
title=

#নবদ্বীপ : মাজদিয়া ইয়ংস্টারের পরিচালনায় আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় নদিয়া জেলার নবদ্বীপ থানার অন্তর্গত মাঝদিয়ায়। উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুনরিকাক্ষ সাহা ও নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা এবং নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। বেলা একটা নাগাদ জাতীয় সংগীতের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় খেলাটি নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের মাজদিয়ার ক্রীড়াঙ্গনে। স্থানীয় ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক ভাবে সূচনা করেন নবদ্বীপের পাঁচবারের বিধায়ক পুন্ডরীকক্ষ সাহা এবং তার সাথে ছিলেন নবদ্বীপ পৌরসভার  চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা ও নবদ্বীপ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এদিন খেলোয়াড়দের সঙ্গে করমর্দনের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক সূচনা করেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা এবং জাতীয় পতাকা উত্তোলন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ। নবদ্বীপের বিভিন্ন এলাকা ছাড়াও নদিয়া হুগলি এবং হাওড়ার বেশ কিছু ক্লাবের খেলোয়াড়রা এই নকআউট ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানা যায়।
আরও পড়ুনঃ পালপাড়ায় উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে খুশি স্থানীয় বাসিন্দারা
এদিন কাঠফাটা রোদে মাঠের চারিদিকে দর্শক সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। কচিকাচা থেকে শুরু করে বৃদ্ধরাও ছিলেন মাঠের দর্শকের আসনে বসে এই ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে। প্রশাসনের ভূমিকাও ছিল চোখে পড়ার মতো।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভয়ানক! পুলিশের গাড়িতে ঢুকল বিষধর সাপ!
সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করতে এবং মাঠে কোনও রকম খেলাতে বিঘ্ন যাতে না ঘটে সেই দিকে প্রশাসনের নজরও ছিল তৎপর। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে এই দিনের আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতায় দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: নবদ্বীপে আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement