Nadia News: পুজোর আগেই ডেঙ্গি রোধে শান্তিপুর পুরসভার মশাসুর বধ

Last Updated:

ক্রমশ মাথা ব্যথা বাড়াচ্ছে ডেঙ্গি। পরিস্থিতি মোকাবিলায় দুর্গাপুজোর উদ্যোক্তাদের বিশেষ নির্দেশ দিল শান্তিপুর পুরসভা

নদিয়া: দুর্গাপুজো শুরু হল বলে, কিন্তু শান্তি নেই বাঙালির জীবনে। মহিষাসুর ভুলে এখন মশাসুরের ভয়ে ভীত সে! কারণ দুয়ারে কড়া নাড়ছে ডেঙ্গি। তাই দুর্গাপুজোর আগে এবার মশাসুর বধ করার নিদান দিল শান্তিপুর পুরসভা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের মাধ্যমে এইরকমই এক বার্তা দেওয়া হচ্ছে সকল বারোয়ারি এবং পুজো উদ্যোক্তাদের।
অতীতে জগৎ বিখ্যাত শান্তিপুরের রাস নিয়ে পুরসভার মিটিং হলেও দুর্গা পুজোয় এই প্রথম। আসন্ন শারদ উৎসব উপলক্ষে সরকারি সহযোগিতা পাওয়া হোক বা না পাওয়া, প্রায় ১৭৬ টি পুজো বারোয়ারির কর্মকর্তাদের সঙ্গে শান্তিপুর পুরসভার জরুরি এক বৈঠক অনুষ্ঠিত হয় মতিগঞ্জে অবস্থিত পুরসভা গেস্ট হাউজে। পোশাকি নাম ছিল ডেঙ্গি বিজয় অভিযান।
advertisement
advertisement
পুরপ্রধান সুব্রত ঘোষ পুরসভার‌ই বিশেষ কাজে কলকাতায় থাকার কারণে এদিন তিনি বৈঠকে উপস্থিত হতে পারেননি। তবে এই সভায় উপস্থিত ছিলেন উপ-পুরপ্রধান কৌশিক প্রামাণিক, সিএসসি মেম্বার প্রিয়াঙ্কা ভট্টাচার্য, শুভজিৎ দে সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, এক্সিকিউটিভ অফিসার হরেন্দ্রনাথ বিশ্বাস সহ অন্যান্য পুর আধিকারিক এবং কর্মচারীরা। এদিন জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরকারি বিভিন্ন নির্দেশাবলী এবং সেই সংক্রান্ত নানান বিষয় প্রদর্শন করা হয়। সকলের হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে তৈরি করা হয় পুজো উদ্যোক্তা এবং পুরসভার সমন্বয় মাধ্যম।
advertisement
পুরপ্রতিনিধিরা জানান সচেতনতামূলক নানান ফ্লেক্স ব্যানারের ডিজাইন, মশা এবং ডেঙ্গি সংক্রান্ত নানান সচেতনতামূলক প্রচার এবং গান পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেক বারোয়ারি পুজো কমিটির সদস্যদের কাছে। এছাড়াও পুরসভার সাফাই কর্মীরা প্রতিটি মণ্ডপের কাছে পোস্টিং থাকবেন।
অন্যদিকে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে যদি ডেঙ্গি সচেতনতায় কোনও অনুষ্ঠান বা বিশেষ ধরনের অভিনব কোনও ব্যবস্থা গ্রহণ করেন তাহলেও তাঁদের জন্য থাকতে পারে বিশেষ পুরস্কার। আজকের আলোচনায় পরিষ্কার সংক্রান্ত বিভিন্ন অভিযোগ লিপিবদ্ধ করা হয় পুরসভার পক্ষ থেকে। অতি সত্বর তা সমাধান করার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে। সকলকে সুস্থতার সঙ্গে পুজো উপভোগ করার আহ্বান জানানো হয় তাদের পক্ষ থেকে।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: পুজোর আগেই ডেঙ্গি রোধে শান্তিপুর পুরসভার মশাসুর বধ
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement