Malda News: মাঠে শাক তুলতে গিয়ে চরম সর্বনাশ! বাড়ি ফিরল দুই বান্ধবীর নিথর দেহ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
বাড়ির রান্নার জন্য মাঠে শাক তুলতে গিয়ে ভয়ঙ্কর বিপর্যয় ঘটল। জলে ডুবে মৃত্যু হল সপ্তম শ্রেণির দুই ছাত্রীর
মালদহ: বাড়িতে খাওয়ার জন্য মাঠে শাক তুলতে গিয়ে জল ভর্তি গভীর গর্তে পড়ে তলিয়ে গেল সপ্তম শ্রেণির দুই ছাত্রী। দীর্ঘক্ষণ পর উদ্ধার হল তাদের দেহ। চাঁচলের ঘটনা। দুই বান্ধবীর এই মর্মান্তিক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: ৮২ বছর বয়সে পুতুল খেলায় মেতে বৃদ্ধা! নাতি-পুতির সঙ্গে মিলে তৈরি করেন খেলার সরঞ্জাম
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ক্যানেলের ধারে মাঠে শাক তুলতে গিয়েছিল লুসি খাতুন(১৩) ও অসীমা খাতুন (১৩) নামে দুই বান্ধবী। তারা স্কুলে সপ্তম শ্রেণিতে একই সঙ্গে পড়ত। একইসঙ্গে প্রতিবেশীও বটে। শাক তোলার সময় হঠাৎই বিপর্যয় ঘটে। গভীর গর্তে পড়ে যায় এক বান্ধবী। জলে হাবুডুবু খেতে থাকে। তাকে বাঁচাতে এগিয়ে যায় অপর বান্ধবী। সে হাত ধরে তোলার চেষ্টা করে। কিন্তু কাল সামলাতে না পেরে দু’জনেই গর্তের গভীর জলে ডুবে যায়।
advertisement
advertisement
দূর থেকে বিষয়টি দেখে ছুটে আসে আশেপাশের বাসিন্দারা। তাঁরা ওই দুই কিশোরীকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু গর্তে প্রচুর জল থাকায় চেষ্টা করেও দু’জনের কারোর খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ পর গ্রামবাসীরা দু’জনের দেহ উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা ওই দুই কিশোরীকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি মালদহের চাঁচোল থানার জালালপুর এলাকার। মৃত এক কিশোরীর বাবা হাসিনুর রহমান বলেন, শাক তুলতে গিয়েছিল আমার মেয়ে ও তার বান্ধবী। দু’জনেই গভীর গর্তে পড়ে যায়। অনেক চেষ্টা করেও ওদের আর বাঁচানো গেল না।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2023 7:30 PM IST

