Nadia News: এলাকায় এলাকায় জমে আবর্জনার স্তুপ, নদিয়ায় বাড়ছে ডেঙ্গির আতঙ্ক!
Last Updated:
ফুলিয়া বাসস্ট্যান্ডের কাছে দীর্ঘদিন ধরে আবর্জনার স্তুপ জমাতে এলাকায় বাড়ছে ডেঙ্গির আতঙ্ক।
#নদিয়া: ডেঙ্গির প্রবণতা বেড়েছে ইতিমধ্যেই। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই একাধিক রোগীরা হাসপাতালে। কলকাতা শহরতলীতে দু একজনের ডেঙ্গিতে মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। ডেঙ্গি সাধারণত মশা বাহিত একটি রোগ। নোংরা আবর্জনা এবং জমা জলে ডেঙ্গিবাহিত মশা ডিম পেড়ে বংশবিস্তার করে। সেই মশা সাধারণ মানুষকে কামড়ালে পরে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয় সাধারণ মানুষ।
ডেঙ্গি সচেতনতায় যখন রাজ্য সরকার ততপর। সব জায়গাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে ব্যতিক্রম ফুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা। ৩৪ নম্বর জাতীয় সড়কের নিকটে ফুলিয়া বাসস্ট্যান্ডের একেবারে পাশেই দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় থেকে নিয়ে আসা নোংরা আবর্জনা ফেলা হচ্ছে। ওই স্থানে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। যার ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ফুলিয়া বাসীদের। ওই নোংরা আবর্জনায় জল জমে হচ্ছে মশা। ছড়াচ্ছে দুর্গন্ধ। প্রশাসনিক স্তরে বারবার বলা সত্বেও ফুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় নোংরা আবর্জনা ফেলা বন্ধ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
advertisement
advertisement
আরও পড়ুন: কুকুরের কৃমি থেকে ডিম্বাশয়ে সিস্ট! বিরল রোগ তরুণীর, বাড়িতে পোষ্য থাকলে সাবধান
এ বিষয়ে ফুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উৎপল বসাক বলেন, ওই এলাকায় নোংরা আবর্জনা ফেলার মত নির্দিষ্ট কোন জায়গা বা পরিকাঠামো নেই। ইতিমধ্যেই নির্দিষ্ট একটি জায়গার জন্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পঞ্চায়েতে তরফ থেকেও নির্দিষ্ট একটি জায়গা খোঁজা হচ্ছে। যাতে সেই জায়গাতেই নোংরা আবর্জনা ফেলা হয়। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে।
advertisement
উল্লেখ্য, রাজ্যে ডেঙ্গি জ্বরের আক্রান্তের সংখ্যা দিনের দিন বেড়েই চলেছে। এ বিষয়ে চিন্তা বেড়েছে রাজ্য স্বাস্থ্য আধিকারিকদের। ইতিমধ্যেই প্রশাসন থেকে একাধিক সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মৈনাক দেবনাথ
view commentsLocation :
First Published :
September 08, 2022 2:44 PM IST
