Nadia News: ভিড় ট্রেনে হঠাৎই পকেটের মধ্যে অজানা একটি হাত! উদ্ধার হল হাজার হাজার টাকা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
উদ্ধার হওয়া ৭২ হাজার টাকা তুলে দেওয়া হয় পরিবারের হাতে। ওই পরিবার তরফে থেকে জানা যায় কোমরে হাড় সংক্রান্ত অসুস্থতার জন্য কলকাতা মুকুন্দপুরে অর্থপেডিক চিকিৎসকের কাছে যাওয়ার কথা।
#শান্তিপুর: ট্রেনের মধ্যে থেকে এক ছিনতাইবাজকে ধরে ৭৫ হাজার টাকা উদ্ধার নদিয়ার শান্তিপুরে। বাংলাদেশ ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত পেশায় শিক্ষক গৌতম চন্দ্র বিশ্বাস, স্ত্রী সান্ত্বনা রানী রায় ছেলেকে নিয়ে বাদকুল্লায় ভাগ্নে গৌরাঙ্গ মণ্ডলের বাড়িতে যাচ্ছিলেন। কলকাতার মুকুন্দপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে।
ট্রেন পরিবর্তন করার জন্য রানাঘাটে নামে ওই পরিবার। ভুল করে উঠে পড়েন শান্তিপুর লোকালে, ওঠার পরেই ট্রেনের মধ্যে ঘটে বিপত্তি। গৌতম বাবুর টিকিট পকেটে রাখা ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এক ছিনতাইবাজ। টের পেয়েই হাত চেপে ধরে চিৎকার করতে থাকেন গৌতমবাবু।
advertisement
advertisement
এরপর উত্তেজিত জনতা দুষ্কৃতীকে মারতে মারতে নিয়ে আসেন শান্তিপুর স্টেশন পর্যন্ত। জানা যায় চোর সন্দেহে ধৃত ওই ব্যক্তির নাম রাজু মণ্ডল। মাজদিয়া বাগানপাড়ায় তাঁর বাড়ি। এই ঘটনায় তার সঙ্গে যুক্ত ছিল রানাঘাট কুপার্স ক্যাম্পের বাবু ঘোষ নামে অপর এক ব্যক্তি। যে ট্রেনের মধ্যে থেকেই কিছু টাকা নিয়ে ভিড়ের মধ্যে মিশে যায়।
advertisement
অন্যদিকে ধৃতকে শান্তিপুর জিআরপি-র পক্ষ থেকে রানাঘাট জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া ৭২ হাজার টাকা তুলে দেওয়া হয় পরিবারের হাতে। গৌতমবাবুর থেকে জানা যায় কোমরে হাড় সংক্রান্ত অসুস্থতার জন্য কলকাতা মুকুন্দপুরে অর্থপেডিক চিকিৎসকের কাছে যাওয়ার কথা। বাদকুল্লায় আত্মীয়র বাড়িতে এদিন রাতে থাকার পরিকল্পনা ছিল। যদিও এখন এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
First Published :
December 14, 2022 5:18 PM IST