Nadia News: পঞ্চায়েত অফিসে প্রধানকে জেরা কেন্দ্রীয় প্রতিনিধি দলের, আবাস যোজনা নিয়ে পদক্ষেপ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Pradhan Mantri Aawas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়ে সারা রাজ্য জুড়ে চলছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে বিশেষ তদন্ত। যারা ঘর পাওয়ার তালিকার অন্তর্ভুক্ত, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তদন্ত করছেন প্রতিনিধিরা।
নদিয়া: সামনেই পঞ্চায়েত ভোট আর এই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলির কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। একাধিক চাপানউতর দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ বেশ কিছু প্রকল্পের বিশেষ তদন্তে বেরিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। পঞ্চায়েত অফিসে বসে প্রধানকে জেরা করে প্রতিনিধি দলের।
শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনা নয়, আরও বেশ কিছু বিষয়ের উপরে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পঞ্চায়েতে বসে পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় প্রতিনিধি দলের।
advertisement
advertisement
উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়ে সারা রাজ্য জুড়ে চলছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে বিশেষ তদন্ত। যারা ঘর পাওয়ার তালিকার অন্তর্ভুক্ত, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তদন্ত করছেন প্রতিনিধিরা। একইভাবে এদিন নদিয়ার শান্তিপুরের হরিপুর অঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিশেষ তদন্তে আসে কেন্দ্রীয় প্রতিনিধিদল। প্রথমে পঞ্চায়েত অফিসে গিয়ে পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা। এরপর প্রায় কয়েক ঘণ্টা ধরে পঞ্চায়েত অফিসের ভিতরেই তদন্ত নিয়ে কথাবার্তা বলেন পঞ্চায়েত প্রধান শোভা সরকারের সঙ্গে।
advertisement
শুধু প্রধানমন্ত্রী আবাস নয়, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-সহ বেশ কিছু প্রকল্পের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রীতিমতো তদন্ত চালিয়ে যান প্রতিনিধি দলের সদস্যরা। সূত্রের খবর, শান্তিপুরের তিনটি অঞ্চলে বিশেষ তদন্ত চালাবেন তাঁরা। শান্তিপুর বাবলা অঞ্চল এবং আরবান্দী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতেও বিশেষ তদন্ত শুরু করবেন। যদিও এদিন হরিপুর পঞ্চায়েতে আসা নিয়ে পুলিশি নিরাপত্তা ছিল যথেষ্ট।
advertisement
প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একের পর এক যেভাবে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসছে, কেন্দ্রীয় প্রতিনিধি দলের হস্তক্ষেপে কতটা সুরাহা হয় এটাই দেখার।
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 7:28 PM IST