Indian Railways: ট্রেনে তো চড়েন, কিন্তু ট্রেনের একটি চাকার ওজন কত জানেন? জানলে আকাশ থেকে পড়বেন
- Published by:Suman Biswas
Last Updated:
Indian Railways: ট্রেনের এক একটি চাকার ওজন কত হতে পারে? ট্রেনের চাকা দেখতে কিন্তু বেশ মোটা।
advertisement
advertisement
advertisement
advertisement
কিছু কিছু লোকাল ট্রেনের চাকার ওজন ৪২৩ কিলোও হতে পারে। অপরদিকে, LHB কোচে ব্যবহৃত চাকার ওজন ৩২৮ কিলো পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে, মালগাড়িতে থাকা ডিজেল ইঞ্জিনিয়ার চাকার ওজন হয় প্রায় ৫২৮ কিলো। রেলের WAP 5 ও WAP 9 ইঞ্জিনের চাকার ওজন ৫৫৪ কেজি পর্যন্ত হয়ে থাকে। অপরদিকে, ন্যারোগেজের ক্ষেত্রে চাকার ওজন হয় ১৪৪ কেজি।