তমলুক: খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ একটি ওয়ার্ডের বহু মানুষ। ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য পিকনিকের আয়োজন করে। দুপুরবেলা পিকনিকে খাওয়া-দাওয়ার পর বিকেলের পর থেকেই অনেকেই অসুস্থতা বোধ করে। পেটের যন্ত্রণা, বমি বমি ভাব, অনেকের বমি শুরু হয়। কেউ কেউ আবার বার বার ছুটে যায় বাথরুমে। এদিন সকাল থেকেই ওই ওয়ার্ডে পৌরসভার উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। চলছে চিকিৎসা।
খাদ্যে বিষক্রিয়া থেকে তমলুক শহরে বহু মানুষ অসুস্থ। তমলুক শহরের ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল কাউন্সিলরের নেতৃত্বে রবিবার দুপুরে একটি পিকনিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় ওয়ার্ডের জনসাধারণের জন্য। দুপুর বেলা রূপনারায়ণ নদীর ধারে এই খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: বাংলার লাখ-লাখ পড়ুয়াদের জন্য বিরাট খবর, ভাতা মিলবে ৮০০ টাকা করে! হয়ে গেল সিদ্ধান্ত
আরও পড়ুন: ট্রেনে তো চড়েন, কিন্তু ট্রেনের একটি চাকার ওজন কত জানেন? জানলে আকাশ থেকে পড়বেন
তার পরে রাত থেকে বহু মানুষেরই পেটের সমস্যা দেখা দেয়। এই কারণে তমলুক পৌরসভার পক্ষ থেকে এলাকায় মেডিক্য়াল ক্যাম্প করা হয়েছে। অসুস্থদের মধ্যে দুই একজনের অবস্থা গুরুতর। তাঁদের স্থানান্তরিত করা হয় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হস্পিটালে।
পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এবং ওয়ার্ড কাউন্সিলর সৌমেন চক্রবর্তী। বেশ কিছুজনের মল-মূত্র পরীক্ষা করার জন্য ল্যাবটারিতে পাঠানো হয়েছে স্যাম্পেল। এই ঘটনায় রীতিমতো উদ্বেগে ওই ওয়ার্ডের বাসিন্দারা। এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পৌরসভার চেয়ারম্যান দিপেন্দ্র নারায়ণ রায়।
Saikat Shee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।