কলকাতা: বাংলার ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এবার রাজ্য সরকারই ৮০০ টাকা করে ভাতা বা বৃত্তি দেবে। আর সেই প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী রেখেছেন 'মেধাশ্রী'। সমস্ত ওবিসি পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় স্কলারশিপের টাকা পাবেন। আলিপুরদুয়ারের হাসিমারায় একটি প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অনগ্রসর জাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি বন্ধ করার পদক্ষেপের সমালোচনা করেন। সেই সমস্ত ছাত্রছাত্রীদের সাহায্যার্থে সরকারের নতুন এই বৃত্তি বলেই তিনি জানিয়েছিলেন। কোভিড-১৯-এর পর আর্থিক প্রতিকূলতার কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা ছেড়ে দিতে হয়ছে। সেই সমস্ত অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের সাহয্য করবে এই মেধাশ্রী প্রকল্প। তাঁরা ৮০০ টাকা করে সরকারি বৃত্তি পাবেন।
আরও পড়ুন: বরফ নিয়ে খুনসুটি রাহুল-প্রিয়ঙ্কার, 'ভারত জোড়ো যাত্রা'র শেষলগ্নের ছবি ভাইরাল
বর্তমান সরকারের বিভিন্ন শিক্ষামূলক প্রকল্পই দেশ এবং বিদেশের দরবারে বহুল প্রশংসিত। আর সেই প্রকল্পের তালিকায় নব সংযোজন ‘মেধাশ্রী’ বৃত্তির। এদিন রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই বিষয়ে অনুমোদন হয়।
আরও পড়ুন: ট্রেনে তো চড়েন, কিন্তু ট্রেনের একটি চাকার ওজন কত জানেন? জানলে আকাশ থেকে পড়বেন
সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, নিজের এলাকায় বেশি করে সময় দিন। দ্রুত প্রকল্পের কাজ করুন। বিধানসভায় থাকতেই হবে। ডেউচা-পাচামি এলাকায় বাড়ছে থানা। মহম্মদবাজার আছে। সাথে হবে ডেউচা ও রামপুর। সব মন্ত্রীদের মন দিয়ে গ্রামে গ্রামে যেতে বললেন মুখ্যমন্ত্রী। মানুষের সঙ্গে বেশি করে কথা বলার পরামর্শ। কোন কোন বিষয়ে তারা সাহায্য চাইছেন, তা দেখতে বলা হয়েছে। প্রকল্পের সুবিধা যেন সবাই পায় সে বিষয়েও নজর দিতে বলা হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।