Government Scheme: বাংলার লাখ-লাখ পড়ুয়াদের জন্য বিরাট খবর, ভাতা মিলবে ৮০০ টাকা করে! হয়ে গেল সিদ্ধান্ত
- Written by:ABIR GHOSHAL
- Published by:Suman Biswas
Last Updated:
Government Scheme: উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অনগ্রসর জাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি বন্ধ করার পদক্ষেপের সমালোচনা করেন।
কলকাতা: বাংলার ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এবার রাজ্য সরকারই ৮০০ টাকা করে ভাতা বা বৃত্তি দেবে। আর সেই প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী রেখেছেন 'মেধাশ্রী'। সমস্ত ওবিসি পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় স্কলারশিপের টাকা পাবেন। আলিপুরদুয়ারের হাসিমারায় একটি প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অনগ্রসর জাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি বন্ধ করার পদক্ষেপের সমালোচনা করেন। সেই সমস্ত ছাত্রছাত্রীদের সাহায্যার্থে সরকারের নতুন এই বৃত্তি বলেই তিনি জানিয়েছিলেন। কোভিড-১৯-এর পর আর্থিক প্রতিকূলতার কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা ছেড়ে দিতে হয়ছে। সেই সমস্ত অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের সাহয্য করবে এই মেধাশ্রী প্রকল্প। তাঁরা ৮০০ টাকা করে সরকারি বৃত্তি পাবেন।
advertisement
advertisement
বর্তমান সরকারের বিভিন্ন শিক্ষামূলক প্রকল্পই দেশ এবং বিদেশের দরবারে বহুল প্রশংসিত। আর সেই প্রকল্পের তালিকায় নব সংযোজন ‘মেধাশ্রী’ বৃত্তির। এদিন রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই বিষয়ে অনুমোদন হয়।
advertisement
সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, নিজের এলাকায় বেশি করে সময় দিন। দ্রুত প্রকল্পের কাজ করুন। বিধানসভায় থাকতেই হবে। ডেউচা-পাচামি এলাকায় বাড়ছে থানা। মহম্মদবাজার আছে। সাথে হবে ডেউচা ও রামপুর। সব মন্ত্রীদের মন দিয়ে গ্রামে গ্রামে যেতে বললেন মুখ্যমন্ত্রী। মানুষের সঙ্গে বেশি করে কথা বলার পরামর্শ। কোন কোন বিষয়ে তারা সাহায্য চাইছেন, তা দেখতে বলা হয়েছে। প্রকল্পের সুবিধা যেন সবাই পায় সে বিষয়েও নজর দিতে বলা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2023 2:28 PM IST










