Nadia News- পাঁচ দিন নিখোঁজ থাকার পর গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার মৃতদেহ নদিয়ার শান্তিপুরে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
মৃতদেহ উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ
#নদিয়া- পাঁচ দিন নিখোঁজ থাকার পর, আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার নদিয়ার শান্তিপুরে। মৃত ওই ব্যক্তির নাম গোবিন্দ সরকার, বয়স আনুমানিক ৬৫ বছর। বাড়ি শান্তিপুর ৬ নম্বর ওয়ার্ডের খাঁ পাড়ায়। পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ওই ব্যক্তি হঠাৎই বাড়ি থেকে চলে যায়, এরপর খোঁজাখুঁজি শুরু করে পরিবার। খোঁজাখুঁজি করলেও ওই ব্যক্তির সন্ধান না পাওয়ায় শান্তিপুর থানায় একটি নিখোঁজের ডায়েরি করে পরিবার। গতকাল সন্ধ্যা নাগাদ, শান্তিপুর তিন নম্বর রেলগেট সংলগ্ন একটি আম বাগানের আম গাছের ডালের সাথে ওই ব্যক্তির দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকার মানুষ। পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে পাঁচ দিন ধরে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তি ঝুলন্ত অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে গতকাল রাতে শান্তিপুর থানার পুলিশ গিয়ে আম গাছের ডাল থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। রবিবার মৃতদেহটির ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। পরিবারের দাবি ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভোগার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। এই আত্মঘাতীর পেছনে মানসিক অবসাদের কারণ বলে দাবি পরিবারের।