Nadia News: কল্যাণী হাসপাতালে যাবেন? ভোগান্তি হতে পারে! একাধিক রুটে বন্ধ অটো-টোটো চলাচল
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
অভিযোগ, প্রশাসনকে জানালেও এর সুরাহা হয়নি। তাই শুক্রবার সকাল থেকে তারা অনির্দিষ্টকালের জন্য অটো, টোটো এবং ম্যাজিক চালানো বন্ধ রেখেছে।
কল্যাণী: কল্যাণী স্টেশন থেকে গয়েশপুর – এইমস্ সহ একাধিক রুটে বন্ধ অটো-টোটো চলাচল। নদিয়ার জেলার কল্যাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। তার প্রধান কারণ এই শহরেই রয়েছে এইমসের মতো বড় হাসপাতাল। প্রত্যেক দিনই বহু মানুষ দূর দূরান্ত থেকে কল্যাণীতে আসেন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার আশায়। কল্যাণী স্টেশনে নেমে বেশিরভাগ মানুষই প্লাটফর্ম সংলগ্ন দাঁড়িয়ে থাকা অটো, টোটো এবং ম্যাজিক গাড়িতে করে হাসপাতালে যান। তবে এবার ভোগান্তির আশঙ্কা বাড়ছে।
নদিয়ার কল্যাণীর তিন নম্বর প্লাটফর্মের নীচে রয়েছে অটো ও টোটো স্ট্যান্ড। তৃণমূলের আইএনটিটিইউসির দাবি, তাদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তাদের দাবি, অন্য রুটের চালকেরা এখানে স্ট্যান্ড করে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে। এখান থেকে গয়েশপুর, এইমস কল্যাণী সহ একাধিক রুটের বিভিন্ন জায়গায় যাওয়া যায়। কিন্তু দীর্ঘকাল ধরে যে স্ট্যান্ড রয়েছে, তার পাশে অন্য রুটের স্ট্যান্ড তৈরি করে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে অন্যরুটের চালকেরা। ফলে দীর্ঘকালের যে স্ট্যান্ড রয়েছে সেই সমস্ত চালকদের সমস্যা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: আয়ুর্বেদিক ‘ব্রহ্মাস্ত্র’! গলব্লাডার স্টোন থেকে মদের নেশা তাড়াতে এই ওষুধ ‘১ নম্বর’
অভিযোগ, প্রশাসনকে জানালেও এর সুরাহা হয়নি। তাই শুক্রবার সকাল থেকে তারা অনির্দিষ্টকালের জন্য অটো, টোটো এবং ম্যাজিক চালানো বন্ধ রেখেছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2024 3:52 PM IST