Nadia News: নদীতে ভেসে উঠল যুবকের লাশ! ঘটনাস্থলে পুলিশ

Last Updated:

নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত ষষ্ঠীতলা পাড়ার স্নানের ঘাটে এক অজ্ঞাত যুবকের লাশ ভেসে উঠলো চূর্ণী নদীর জলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ। পুলিশ এসে ওই মৃতদেহ জল থেকে উদ্ধার করে। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

+
title=

#রানাঘাট : নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত ষষ্ঠীতলা পাড়ার স্নানের ঘাটে এক অজ্ঞাত যুবকের লাশ ভেসে উঠলো চূর্ণী নদীর জলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ। পুলিশ এসে ওই মৃতদেহ জল থেকে উদ্ধার করে। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান এদিন সকালে স্নানের ঘাটে এসে দেখতে পাওয়া যায় একটি লাশ জলে ভাসছে। পুলিশকে ফোন করলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তবে এখনো মৃতের সঠিক পরিচয় জানা যায়নি।
পুলিশ তদন্ত করছে তবে স্থানীয় বাসিন্দা এবং পুলিশের অনুমান শুক্রবার যে ছেলেটি সামনে লোকাল ট্রেন চলে আসাতে কালীনারায়নপুর ব্রিজ থেকে চূর্ণী নদীর জলে ঝাঁপ দিয়েছিল সেই ছেলেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, শুক্রবার রেল ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল যুবক। যুবকের হাতে ছিল মোবাইল ফোন, অন্যমনস্কতার বসে বুঝতে পারেনি সামনে চলে এসেছে চলন্ত ট্রেন। আতঙ্কের বসে রেল ব্রিজের ওপর থেকে চূর্ণী নদীর জলে ঝাঁপ দিয়ে তলিয়ে গেল সেই যুবক।
advertisement
আরও পড়ুনঃ জুয়ার আসরে হানা দিয়ে আট জুয়ারিকে গ্রেফতার করল পুলিশ
সূত্রের খবর রানাঘাট লালগোলা শাখায় কালীনারায়নপুর স্টেশনের কাছে চুনি নদীর ব্রিজের ওপর থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। স্থানীয় সূত্রে খবর হাতে মোবাইল ফোন নিয়ে ওই যুবক রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। মোবাইল ফোনে মশগুল সেই যুবকের অন্যমনস্কতার কারণে খেয়াল ছিল না কোন দিকেই। হঠাৎই কৃষ্ণনগর গামী আপ লাইনে চলে আসে ট্রেন। সামনে আচমকায় ট্রেন চলে আসাতে হতভঙ্গ হয়ে প্রাণে বাঁচতে লাইন থেকে ঝাঁপ মারে ওই যুবক। ঝাঁপ দিয়ে সোজা পড়ে চূর্ণী নদীর জলে।
advertisement
advertisement
 
 
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: নদীতে ভেসে উঠল যুবকের লাশ! ঘটনাস্থলে পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement