প্রয়াত বিধান পরিষদের প্রাক্তন সদস্যের মূর্তি সংলগ্ন জমি জবরদখলের অভিযোগ, শুরু রাজনৈতিক তর্জা

Last Updated:

ফুলিয়ার ভূমিপুত্র হলেও তারকদাস বন্দ্যোপাধ্যায় পরিচিত ছিলেন জেলা ছাড়িয়ে রাজ্যে। নদিয়া জেলা স্কুল বোর্ডের সভাপতি বিধান পরিষদের সদস্য ছিলেন সেই সময়। মৃত্যুর পর তার জমি জবরদখলের চেষ্টার অভিযোগ।

+
তারক

তারক দাস বন্দ্যোপাধ্যায়ের মূর্তি সংলগ্ন এলাকার জবরদখলের অভিযোগ

শান্তিপুর: নদিয়া ফুলিয়ার ভূমিপুত্র হলেও তারকদাস বন্দ্যোপাধ্যায় পরিচিত ছিলেন জেলা ছাড়িয়ে রাজ্যে। নদিয়া জেলা স্কুল বোর্ডের সভাপতি, বিধান পরিষদের সদস্য ছিলেন সেই সময়। উদ্বাস্তু পুনর্বাসনে কেন্দ্রীয় সরকার নদিয়া জেলার দায়িত্বে তার হাতে অর্পণ করেছিল। অন্তত জনপ্রিয় জাতীয় কংগ্রেসের এই নেতার মৃত্যু হয়েছিল পথ দুর্ঘটনায়।
শান্তিপুর থানার ফুলিয়া পাড়া ৩৪ নম্বর জাতীয় সড়কের পথ দুর্ঘটনায় প্রাণ হারায় তারকদাস বন্দ্যোপাধ্যায় । এরপরই এই স্থানে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে স্মৃতিস্তম্ভ হিসেবে একটি আবক্ষ মূর্তি উন্মোচিত হয়েছিল সেই সময়। জাতীয় সড়ক সম্প্রসারণের কারণে ভাঙ্গা পরে বেশ কিছুটা অংশ। অবশিষ্ট সম্পত্তির উপর নজর পড়ে দুষ্কৃতীদের। স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছুদিন আগে দুষ্কৃতীরা বাস দিয়ে ঘেরার চেষ্টা করে , অবশেষে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে উঠে যায় জবরদখল।
advertisement
বেশ কয়েকদিন আগে আবারও অভিযোগ ওঠে তারক দাস বন্দ্যোপাধ্যায়ের অবশিষ্ট জমিতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মাটি ফেলে ভরাট করার কাজ চলছে। এই নিয়ে সরব কংগ্রেস। শান্তিপুর শহর কংগ্রেসের সভাপতি রাজু পালের অভিযোগ, যারা জবরদখলের চেষ্টা করছে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আশ্রিত দুষ্কৃতী। দলের মদতেই এই কাজ করছেন তারা।
advertisement
advertisement
যদিও এই ঘটনায় বিজেপি দক্ষিণ জেলা সম্পাদক অধ্যাপক ড:সোমনাথ কর জানান,"ভারতীয় জনতা পার্টি মহান মানুষদের সম্মান জানাতে জানে তারা যোগাযোগ করলে নিশ্চয়ই দলের উচ্চ মহলে কথা বলতে পারি"। যদিও কংগ্রেসের তোলা অভিযোগ অস্বীকার করে শাসকদল। তারা জানান "তৃণমূল কংগ্রেস যেমন কৃত্তিবাস হোক বা কবি জিতেন্দ্র লাল সেনগুপ্ত তাদের স্মৃতি রক্ষা করে এসেছে। আগামী দিনেও তারকদাস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি ও রক্ষা করবে তৃণমূল কংগ্রেস।"
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
প্রয়াত বিধান পরিষদের প্রাক্তন সদস্যের মূর্তি সংলগ্ন জমি জবরদখলের অভিযোগ, শুরু রাজনৈতিক তর্জা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement