Nadia News: দেশি পিস্তল ও দু'রাউন্ড গুলি, আগ্নেয়াস্ত্র-সহ কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার, কোথায়!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Nadia News: সামনেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক জায়গায় তল্লাশি করে উদ্ধার করা হচ্ছে বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র।
রানাঘাট: গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র-সহ কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার করল রানাঘাট থানার পুলিশ। ঘটনাটি রানাঘাট থানার অন্তর্গত শহরতলি রাম বাগান এলাকায়। জানা যায়, অভিযুক্তের নাম মহিতোষ কর্মকার। বয়স আনুমানিক ২৪ বছর। অভিযুক্তদের বাড়ি রানাঘাট থানার অন্তর্গত সাথীগাছা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। এর পরেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ অভিযান চালিয়ে এর পরেই অভিযুক্ত মহিতোষ কর্মকারের সন্ধান পায় এবং তল্লাশি করে উদ্ধার করা হয় একটি দেশি পিস্তল ও দু'রাউন্ড গুলি। এরপরেই অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে রানাঘাট থানার পুলিশ। ধৃতকে এদিন রানাঘাট আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত সামনেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক জায়গায় তল্লাশি করে উদ্ধার করা হচ্ছে বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র। নির্বাচনের প্রাক মুহূর্তে এই সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ফলে নির্বাচনের সময় বিভিন্ন চাপানউতর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ। সেই কারণে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন একাধিক জায়গায় অভিযান চালিয়ে এবং সেখান থেকে তল্লাশি করে উদ্ধার করেছে একের পর এক বেআইনি আগ্নেয়াস্ত্র। অভিযুক্তদের আটক করেছে পুলিশ।
advertisement
আগামী পঞ্চায়েত নির্বাচন যাতে নির্বিঘ্নে ঘটে, সেই কারণেই পুলিশের অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। এবং তারই এক নিদর্শন দেখা গেল নদিয়ার রানাঘাটে।
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 10:13 PM IST