Nadia: জামাইষষ্ঠীর পর এবার বৌমাষষ্ঠী নদিয়ায়!

Last Updated:

রবিবারই সদ্য মিটেছে জামাইষষ্ঠীর পর্ব। জামাইষষ্ঠী মানেই কিন্তু মেয়ের তার বাপের বাড়িতে ফেরার পালা।

+
title=

নদিয়া: রবিবারই সদ্য মিটেছে জামাইষষ্ঠীর পর্ব। জামাইষষ্ঠী মানেই কিন্তু মেয়ের তার বাপের বাড়িতে ফেরার পালা। সারাবছর টুকটাক বাপের বাড়িতে আনাগোনা লেগে থাকলেও বিশেষ করে এই দিন জামাই এবং মেয়েকে একসঙ্গে পাওয়াই কিন্তু আসল লক্ষ্য। হরেক রকম রান্নাবান্না তো রইলোই তবে তার সঙ্গে যাবতীয় মৌসুমী ফল আম জাম লিচু কাঁঠাল খাইয়ে জামাই আদরের কোনভাবেই খামতি রাখেনা শ্বশুর এবং শাশুড়িরা। কিন্তু জামাইষষ্ঠীর পরে বর্তমানে প্রচলন উঠেছে বৌমা ষষ্ঠীর। নদীয়ার মাজদিয়ার গার্গী পোদ্দারের কোনও কারণে যাওয়া হয়ে ওঠেনি নিজের বাপের বাড়িতে। জামাই ষষ্ঠীর দিনে স্বামীকে নিয়ে বাপের বাড়ি না যাবার দুঃখে মন ভারাক্রান্ত থাকে তার। আর সেই কারণেই এক মহান ভাবনার উদ্বেগ ঘটে তার শ্বাশুড়ীর মনে।
বাপের বাড়ির সেই আনন্দ শ্বশুরবাড়িতেই উপহার দিল শাশুড়ি মা। জামাইষষ্ঠীর পর বউ মা ষষ্ঠীর মাধ্যমে নিজের বউ মাকে ভালো মন্দ রান্না করে নিজের হাতে খাওয়ালেন তিনি। শাশুড়ি এবং বৌমার গভীর ভালোবাসা দেখে খুশি পরিবার থেকে শুরু করে আত্মীয়-স্বজনরাও।
আরও পড়ুনঃ সেনাবাহিনীতে জামাই, অনলাইনে জামাইষষ্ঠী পালন শাশুড়ির
নিজের মেয়ের মত করে শাশুড়ি মার এমন যত্ন ও ভালোবাসা পেয়ে আপ্লুত মাজদিয়ার গৃহবধূ গার্গী পোদ্দার। ভাত, ডাল, মাছ, মাংস, দই, মিষ্টি এছাড়াও গ্রীষ্মকালীন ফল থালা ও বাটিতে সুন্দরভাবে সাজিয়ে আসন পেতে নিজের বৌমাকে খাওয়ালেন মাজদিয়ার বাসিন্দা রীণা পোদ্দার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জামাইষষ্ঠীর আগের রাতে দেদার শাড়ি বিক্রি নদিয়ায়
তিনি জানান বৌমার বাপের বাড়ি দিল্লি। এইবার জামাইষষ্ঠীতে নিজের বাপের বাড়ি না যেতে পারায় মন খারাপ করে বসে ছিল সে। সেই কারণেই নিজের বউমাকে খুশি করতে এই পরিকল্পনা নিয়েছেন তিনি।
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: জামাইষষ্ঠীর পর এবার বৌমাষষ্ঠী নদিয়ায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement