Adiyogi: নবদ্বীপে বানানো হচ্ছে ৪০ ফুটের আদি যোগী মূর্তি, পাড়ি দেবে ত্রিপুরায়
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
আদিযোগী শিব মূর্তিটি ৩৪-মিটার-লম্বা (১১২ ফুট), ৪৫-মিটার-দৈর্ঘ্য (১৪৭ ফুট) এবং ২৫-মিটার-প্রস্থের (৮২ ফুট) ইস্পাতের তৈরি একটি শিব মূর্তি, যা তামিল নাড়ুর কোয়েম্বাটুরের থিরুনামে অবস্থিত। এটি এটি গিনেস বিশ্ব রেকর্ডে বিশ্বের "সৰ্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য" হিসাবে স্বীকৃতি পায়।
নবদ্বীপ: নবদ্বীপে এবার তৈরি হচ্ছে প্রায় ৪০ ফুটের শিব মূর্তি বা আদি যোগী শিব মূর্তি, যা পারি দেবে ভিন রাজ্য ত্রিপুরায়। নবদ্বীপ শহরের কপালিপাড়া এলাকায় মৃৎশিল্পী গৌতম পাল ও তার ১৫ জন সহযোগী শিল্পীর হাতের ছোঁওয়ায় তৈরি হচ্ছে এই মূর্তি।
শিল্পী গৌতম পাল জানান বংশ পরম্পরায় তারা এই পেশায় আছেন, অতীতে বাংলাদেশ সহ ভিন রাজ্য একাধিক বার তার নিপুন শিল্প কলায় ফুটিয়ে তুলেছেন বিভিন্ন দেব দেবীর মূর্তী, তবে এরূপ বৃহদাকার আদী যোগির মূর্তি এই প্রথম বার তৈরি করছেন।
তিনি আরও জানান মোট প্রায় দু’মাস সময় লাগতে পারে এই মূর্তি তৈরি হতে। যেখানে নবদ্বীপ ও পার্শ্ববর্তী এলাকার মোট ১৫ জন মৃৎশিল্পী কারিগর রোজ কাজ করে চলেছে। প্রথমে বাঁশের বাতা, দিয়ে কাঠামো, পরে তাতে দরমা ও মাটি ব্যাবহার করা হয়েছে এবং তারপর প্যারিস দিয়ে কাজ হচ্ছে। তিনি আরও জানান এটি কয়েকটি পার্ট বা খন্ড করে তৈরী করা হচ্ছে যাতে ভিনরাজ্যে পাঠাতে সুবিধা হয়। তিনি আরও বলেন রং সহ বাকি কাজ ত্রিপুরাতে মণ্ডপে বসিয়ে করানো হবে,আগামী সপ্তাহেই পাড়ি দেবে ভিন রাজ্যে।
advertisement
advertisement
কিন্তু নবদ্বীপ থেকে ভিনরাজ্যের এত বড় বরাত কিভাবে? প্রশ্নের উত্তরে মৃৎশিল্পী গৌতম পাল বলেন নবদ্বীপের এক মণ্ডপ শিল্পী বা প্যান্ডেল ব্যাবসায়ী কমল সাধুখা, তিনি ত্রিপুরাতে এবছর একটি পুজো মন্ডপ তৈরি করছেন তামিলনাড়ুর কোয়েম্বাটুরের থিরুনামে আদিযোগীর আদলে, আর তার মাধ্যমেই এই কাজের বরাত। আদিযোগী শিব মূর্তিটি ৩৪-মিটার-লম্বা (১১২ ফুট), ৪৫-মিটার-দৈর্ঘ্য (১৪৭ ফুট) এবং ২৫-মিটার-প্রস্থের (৮২ ফুট) ইস্পাতের তৈরি একটি শিব মূর্তি, যা তামিল নাড়ুর কোয়েম্বাটুরের থিরুনামে অবস্থিত। এটি এটি গিনেস বিশ্ব রেকর্ডে বিশ্বের “সৰ্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য” হিসাবে স্বীকৃতি পায়।
advertisement
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2023 10:53 PM IST