Nadia: গৃহবধূ খুনের ঘটনায় অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গৃহবধূ খুনের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করল রানাঘাট থানার পুলিশ। সূত্রের খবর, এক গৃহবধূর রহস্য মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চর্চা উঠেছিল তুঙ্গে।
#নদিয়া : গৃহবধূ খুনের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করল রানাঘাট থানার পুলিশ। সূত্রের খবর, এক গৃহবধূর রহস্য মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চর্চা উঠেছিল তুঙ্গে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে হয়েছিল একাধিক বিক্ষোভ। সেই ঘটনায় অভিযুক্ত কার্তিক দাস (বাবুসোনাকে) বৃহস্পতিবার রাতে রানাঘাটের আইশতলা এলাকা থেকে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশ। শুক্রবার সকালে পুলিশ ধৃতকে রানাঘাট মহাকুমা আদালতে তুললে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। উল্লেখ্য দিন কয়েক আগে এক গৃহবধূর ক্ষতবিক্ষত দেহ অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় রানাঘাটের আনুলিয়া সংলগ্ন এলাকা থেকে। রাস্তার ধারে ক্ষতবিক্ষত ভাবে পড়ে থাকতে দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর স্থানীয়রা তড়িঘড়ি ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পর মৃত্যু হয় ওই গৃহবধুর।
পারিবারিক সূত্রে জানা যাচ্ছে যে, ওই গৃহবধূর বিয়ে হয় বেশ কয়েক বছর আগে, রয়েছে দুটি সন্তান। স্বামীর সঙ্গে সম্পর্কের ইতি ঘটিয়ে তিনি ভাড়া থাকতেন পায়রাডাঙ্গায় একটি বাড়িতে এবং পরিচারিকার কাজ করতেন তিনি। সেই সূত্রেই স্থানীয় এক যুবকের সাথে পরিচয় হয় ওই গৃহবধুর।
advertisement
advertisement
পরিবারের দাবি ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার মৃত ওই গৃহবধুর পরিবারের সঙ্গে দেখা করে এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানায়। একই কথা জানায় নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা বর্ণালী দে। তিনিও পরিবারের সদস্যের সঙ্গে দেখা করেন এবং সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান।
advertisement
আরও পড়ুনঃ প্রতিবন্ধী ভাই বোনেরা রাখি পরালেন পুলিশদের
এরপরেই গৃহবধূর পরিবার থেকে সাংবাদিকদের সামনে অভিযোগ তোলা হয় তাকে খুন করা হয়েছে। সম্পূর্ণ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছিল রানাঘাট পুলিশের পক্ষ থেকে এবং তারই পরিপেক্ষিতে অভিযুক্ত আসামীকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় রানাঘাটের আইসতলায় এলাকা থেকে। শুক্রবার তাকে তোলা হয় রানাঘাট মহকুমা আদালতে। গোটা ঘটনার তদন্তে নেমেছে রানাঘাট থানার পুলিশ।
advertisement
Mainak Debnath
Location :
First Published :
August 13, 2022 1:12 PM IST