হোম /খবর /মুর্শিদাবাদ /
ফরাক্কাতে শব্দবাজি ফাটাতে গিয়ে চরম পরিণতি! মৃত্যু হল যুবকের 

Murshidabad News: ফরাক্কাতে শব্দবাজি ফাটাতে গিয়ে চরম পরিণতি! মৃত্যু হল যুবকের 

দেহ নিয়ে আসা হচ্ছে স্হানীয় হাসপাতালে 

দেহ নিয়ে আসা হচ্ছে স্হানীয় হাসপাতালে 

কালীপুজোতে শব্দবাজি ফাটানোর সময় বড়সড় বিপত্তি। রহস্যজনক ভাবে মৃত্যু হল এক যুবকের।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#মুর্শিদাবাদঃ কালীপুজোতে শব্দবাজি ফাটানোর সময় বড়সড় বিপত্তি। রহস্যজনক ভাবে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার রাতে ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকার আকুরা ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায়। পুলিশ সুত্রে জানা যায়, মৃত যুবকের নাম পল্লব সরকার(৩২)। বাড়ি ফারাক্কা থানার মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের আকুরা গ্রামে। পেশায় রঙ মিস্ত্রি যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সামশেরগঞ্জ ও ফরাক্কা থানার মধ্যবর্তী স্থান আকুরা সংলগ্ন ফিডার ক্যানেলের ধারে কালিপুজোর বাজি ফাটাতে মত্ত ছিল বেশ কয়েকজন যুবক। সেই সময় বিপত্তি ঘটে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সামসেরগঞ্জ ও ফরাক্কা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে সামসেরগঞ্জের তারাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই ময়নাতদন্তে পাঠায় পুলিশ। শব্দবাজি ফাটাতে গিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

এবছর শব্দবাজি ও আতসবাজি মজুত করে রাখার ঘটনায় একাধিক উদ্যোগ গ্রহণ করে জেলা পুলিশ। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার হয় নিষিদ্ধ শব্দবাজি। তারপরেও প্রশাসন কে বুড়ো আঙুল দেখিয়ে মুলত এই শব্দবাজি মজুত করে রেখে বিক্রি করা হয়েছে। আর সেই নিষিদ্ধ শব্দবাজি ফাটাতে গিয়েই যুবকের চরম পরিনতি ঘটল মুর্শিদাবাদে। এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে। দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে।

কৌশিক অধিকারী

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Berhampore, Murshidabad