Weird News: দু’টি আত্মা ভর করেছে শরীরে, জ্যান্ত মানুষ খাচ্ছে জুতো! মুর্শিদাবাদের বড়ঞায় কী ঘটেছে?
- Published by:Pooja Basu
Last Updated:
বর্তমানে অত্যাধুনিক এবং বিজ্ঞানের যুগে এসব যে কুসংস্কার তা ভুলে গ্রাম গঞ্জের মানুষেরা এই কান্ড দেখতে হাজির হন এবং তা দেখে হতভম্ব হয়ে যান।
#বড়ঞা: ঠিক যেন চোখের সামনেই ঘটে চলছে ভুল ভুলাইয়া ছবির গল্প৷ হঠাৎ করে এক ব্যক্তির শরীর থেকে অন্য মানুষের গলা বেরিয়ে আসছে, আর বলছে, "আমি অতৃপ্ত আত্মা"! আধুনিক যুগেও যেন অবাক করা কান্ড! একেবারে জল জ্যান্ত মানুষকে খেতে দেখা গেল জুতো! আর সেই জুতো খেয়ে জল খাওয়ার পর তার হুঁশ ফিরতে দেখা গেল! ভাবছেন, এই ব্যক্তির কোনও সমস্যা? নাকি গ্রামের সালিশি সভায় এইরকম নিদান দেওয়া হয়েছে? এমন আজব ঘটনা ঘটতে দেখা যায় মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত ময়ূরাক্ষী নদীর মাঝে অবস্থিত চৌতপুর বেলতলা শ্মশানে। এখানে রয়েছেন এক বাবাজি। সেই বাবাজির দরবারেই রবিবার এমন অবাক করা কান্ড দেখা যায়।
রবিবার ওই বাবাজির দরবারে রাজু দাস নামে বছর পঁয়ত্রিশের এক ব্যক্তিকে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। ওই ব্যক্তির বাড়ি কান্দি শহরের ভোলানাথপুর এলাকায়। তাকে বাবাজির কাছে নিয়ে আসার কারণ হিসেবে পরিবারের সদস্যরা দাবি করেছেন, তার শরীরে নাকি ভর করেছে আত্মা!
advertisement
advertisement
দাবি, একটি নয়, দু-দুটি আত্মা ভর করেছে রাজুর শরীরে। তারপর থেকেই সে বাড়িতে তাণ্ডব শুরু করে, এমন দাবি পরিবারের। তার এই ব্যাপক তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ওঠেন পরিবারের সদস্যরা এবং শেষমেষ ভূত তাড়াতে নিয়ে আসেন বাবাজির দরবারে।
স্থানীয়দের কথায়, ময়ূরাক্ষী নদীর মধ্যে অবস্থিত ওই বাবাজির দরবারের তলায় নাকি আত্মাদের পীঠস্থান! সেখানেই বসবাস করেন নানু সাধু। সেই নানা সাধুর মন্ত্র পড়া, জল পড়া ইত্যাদির ফলে অশরীরী আত্মার থেকে মুক্তি মেলে। রবিবারও সেই একই অবাক করা কান্ড ঘটতে দেখা গেল। রবিবার দেখা যায় রাজু দাসের ভিতরে থাকা দুই অশরীরী আত্মাকে টেনে বের করার জন্য কার্যত মুখে জুতো দিয়ে বটগাছের তলায় ছেড়ে দেন ওই সাধু। তারপরই এমন সব ঘটতে থাকে, যা ফিল্মের স্ক্রিপ্টকেও হার মানাবে!
advertisement
বর্তমানে অত্যাধুনিক এবং বিজ্ঞানের যুগে এসব যে কুসংস্কার তা ভুলে গ্রাম গঞ্জের মানুষেরা এই কান্ড দেখতে হাজির হন এবং তা দেখে হতভম্ব হয়ে যান। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত বিজ্ঞান মঞ্চের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রতিবেদনঃ কৌশিক অধিকারী
view commentsLocation :
First Published :
May 30, 2022 10:57 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Weird News: দু’টি আত্মা ভর করেছে শরীরে, জ্যান্ত মানুষ খাচ্ছে জুতো! মুর্শিদাবাদের বড়ঞায় কী ঘটেছে?