*কোনও যুদ্ধ নয়, পথ দুর্ঘটনায় প্রাণ গেল জওয়ানের৷ খুবই মর্মান্তিক ঘটনায় ৭ সেনা জওয়ানের মৃত্যু হয় ২৭ মে৷ তার মধ্যে ছিলেন এ রাজ্যের পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের চাঁচল বারোভেটিয়া এলাকার বাসিন্দা লেফটেন্যান্ট নায়েক বাপ্পাদিত্য খুটিয়া৷
2/ 5
*ঠিক এক মাস আগে তিনি বাড়ি থেকে ফিরে যান তাঁর কর্মস্থলে৷ ছুটিতে এসেছিলেন বাড়িতে৷ সেনা ছাউনিতে ফিরে যান ২৭ এপ্রিল৷ ঠিক তার ১ মাস অর্থাৎ ২৭ মে মৃত্যু হয় লেফটেন্যান্ট নায়েক বাপ্পাদিত্য খুটিয়ার৷
3/ 5
*বাঙালি এই জাওয়ানের বাড়িতে রয়েছেন মা, বাবা, স্ত্রী৷ রয়েছে ১১ মাসের শিশুকন্যাও৷ বাবাকে ঠিকভাবে দেখা বা চিনে ওঠার আগেই পিতৃহারা হল এই কন্যা৷ মৃত জাওয়ানের বাড়িতে যেন চোখের জল শুকোচ্ছে না পরিবারের কারও৷ দু’দিন ধরেই বাড়িতে অনবরত কান্নার রোল উঠছে৷
4/ 5
*রবিবার, আজ, সকাল আটটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় বাঙালি জাওয়ানের নিথর দেহ। তাকে কলকাতা বিমানবন্দর চত্বরে গার্ড অফ অনার দেওয়া হয় সেনাবাহিনীর তরফে।
5/ 5
*গত ২৭ তারিখ লাদাখ থেকে সিয়াচেন যাওয়ার পথে টুকটুক সেক্টরে শিয়ক নদীতে সেনা জাওয়ানদের বাস খাঁদে পড়ে যায়। বাপ্পাদিত্য-সহ ৭ জাওয়ানের মৃত্যু হয়। সেনা জাওয়ানের পরিবার সূত্রে খবর, ২০০৯-এ সেনাবাহিনীতে যোগ দেন বাপ্পাদিত্য। (Reporter-Anup Chakraborty)