WB Panchayat Election 2023: নওদাতে নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে সমবেদনা জানাতে অধীর চৌধুরী
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
WB Panchayat Election 2023: মুর্শিদাবাদ জেলার নওদা থানার অন্তর্গত গঙ্গাধারী গ্রামে বোমার আঘাতে নিহত হন কংগ্রেস কর্মী লিয়াকত আলি। সেই নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে রবিবার সকালে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার নওদা থানার অন্তর্গত গঙ্গাধারী গ্রামে বোমার আঘাতে নিহত হন কংগ্রেস কর্মী লিয়াকত আলি। সেই নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে রবিবার সকালে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার দুপুরে পঞ্চায়েত নির্বাচনের দিনে চায়ের দোকানে বসে থাকা কালীন বোমাবাজিতে আহত হন লিয়াকত সেখ, তারপরেই বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে তার মৃত্যু হয়। সেই ঘটনায় রবিবার সকালে তার বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
মুর্শিদাবাদ জেলাতে পঞ্চায়েত নির্বাচনে মোট চারজনের প্রাণ যায় । একজন কংগ্রেস কর্মী, ২জন তৃণমূলের কর্মী ও একজন সিপিএম কর্মীর মৃত্যু হয়। দিনভর উতপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার রাজনীতি ।দিকে রক্ত সংঘর্ষ, হানাহানির মতো ঘটনা ঘটে। পাশাপাশি এই ঘটনা নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন কে একসুরে কটাক্ষ করে আক্রমণ করেছেন অধীর চৌধুরী।
advertisement
advertisement
অধীর চৌধুরী বলেন, ‘‘গতকাল চায়ের দোকানে বসে থাকাকালীন বোমাবাজিতে হামলা চালানো হয়। তাঁকে মারলে বুথ দখল করা যাবে, তাই তাঁকে খুন হতে হল। বাংলার মুখ্যমন্ত্রী এত মানুষকে খুন করে আপনি মহান হবেন? একটা পঞ্চায়েত নির্বাচনে কয়েকটা আসন পরাজিত হলে আপনার গদি টলে যেত না। কখনও সংখ্যালঘু সমাজকে বিভ্রান্ত করছেন, আর আজকে খুন করে আপনার পক্ষে রাজনীতি করতে চাইছেন। আর কত মানুষ মারা যাবে এই বঙ্গে নির্বাচনে। নির্বাচন সম্পন্ন হওয়ার পরেও সন্ত্রাস হচ্ছে। গননার দিনেও একটা সন্ত্রাস তৈরি হবে। দিদিকে এখন আর খুঁজে পাওয়া যাবে না। দিদির ১১তারিখ পা ভালো হয়ে যাবে।’’
advertisement
বিভিন্ন জায়গায় প্রতিবাদ করার চেষ্টা করেছে। সারা বাংলার মানুষ তৃণমূলের সন্ত্রাস বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তৃণমূল ও পুলিশ মিলে মিশে তাকে খুন করা হল বলে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী।
Koushik Adhikary
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2023 3:57 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
WB Panchayat Election 2023: নওদাতে নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে সমবেদনা জানাতে অধীর চৌধুরী