Indian Railways: রেলের ভাড়ায় বড়সড় বদল, এসি চেয়ার কারে ২৫% পর্যন্ত বিশাল ছাড়

Last Updated:

Indian Railways: এই স্কিমটি ভিস্তাডোম কোচ সহ বিভিন্ন ধরণের এসি আসনযুক্ত সমস্ত ট্রেনের এসি চেয়ার কার ও এগজিকিউটিভ ক্লাসে প্রযোজ্য হবে।  

Indian Railways:  রেলের ভাড়ায় বড়সড় বদল। 
Indian Railways: রেলের ভাড়ায় বড়সড় বদল। 
কলকাতা: ট্রেনের বুকিং বাড়াতে রেলমন্ত্রকের পক্ষ থেকে এসি সিটিং আসনযুক্ত ট্রেনগুলিতে ডিসকাউন্ট সহ ভাড়ার স্কিম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্কিমটি ভিস্তাডোম কোচ সহ বিভিন্ন ধরণের এসি আসনযুক্ত সমস্ত ট্রেনের এসি চেয়ার কার ও এগজিকিউটিভ ক্লাসে প্রযোজ্য হবে।
তবে হলিডে/ফেস্টিভ্যাল স্পেশাল ইত্যাদি হিসেবে চালু করা স্পেশাল ট্রেনগুলিতে এই স্কিম প্রযোজ্য হবে না। ডিসকাউন্ট মূল ভাড়ার সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত হবে। রিজার্ভেশন মাসুল, সুপার ফাস্ট উপ মাসুল, জিএসটি, ইত্যাদির মতো অন্যান্য করগুলি আলাদা করে ধার্য করা হবে। আসন রিজার্ভেশনের গতির ভিত্তিতে যে কোনও অথবা সমস্ত ক্লাসে এই ডিসকাউন্ট দেওয়া হবে। একদম শেষে ৩০ দিনের মধ্যে ৫০ শতাংশের কম আসন ভর্তি হয়েছে সেই ট্রেনের ক্লাসগুলি (সেকশনের উপর নির্ভর করে হয় শেষ থেকে শেষ পর্যন্ত অথবা কিছু নির্দিষ্ট লেগ/সেকশনে যেখানে রেহাই প্রদান করা হবে) বিবেচনার জন্য গ্রহণ করা হবে।
advertisement
advertisement
যাত্রার প্রথম-লেগ এবং/অথবা যাত্রার শেষ লেগ এবং/অথবা মধ্যবর্তী সেকশন এবং/অথবা যাত্রার শেষ থেকে শেষ পর্যন্ত এই ডিসকাউন্ট দেওয়া হতে পারে, যদি সেই লেগ/সেকশন/শেষ থেকে শেষ পর্যন্ত ৫০ শতাংশের কম আসন পূর্ণ হয়, ক্ষেত্র হিসেবে। এই রেহাই তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে, ইতিমধ্যে বুক করা যাত্রীদের জন্য ভাড়া ফেরতযোগ্য হবে না।
advertisement
এই ধরনের ডিসকাউন্ট প্রাথমিকভাবে ট্রেনের যাত্রা শুরু হওয়া স্টেশনের সংশ্লিষ্ট জোনের নির্ধারিত একটি সময়ের জন্য বাস্তবায়িত করা হবে, বাস্তবায়িত হওয়ার সময় যাত্রার তারিখ থেকে সর্বোচ্চ ছয় মাসের অধীনে হবে। উল্লেখিত সময়ের চাহিদা অনুযায়ী সমগ্র সময়সীমা অথবা আংশিক সময়সীমা অথবা মাসিক ভিত্তিক অথবা সিজনাল অথবা সাপ্তাহিক দিন/সপ্তাহান্তের জন্য রেহাইযুক্ত ভাড়া প্রদান করা হবে।  পিটিও / রেলওয়ে পাস-এর ভাড়ার পার্থক্যতা / কনসেশনাল ভাউচার / এমএলএ / এক্স-এমএলএ-এর কুপন / ওয়্যারেন্ট / এমপি / এক্স-এমপি / স্বাধীনতা সংগ্রামী ইত্যাদির টিকিট  প্রকৃত ক্লাসের ভাড়া অনুযায়ী বুক করতে হবে,  ডিসকাউন্ট যুক্ত ভাড়ায় নয়।
advertisement
যদি ডিসকাউন্ট শেষ থেকে শেষ ভিত্তিক প্রদান করা হয় তাহলে নির্ধারিত সময়ের জন্য এই ধরনের ট্রেনে তৎকাল কোটা নির্ধারণ করা হবে না। এছাড়াও, যদি ট্রেনের আংশিক যাত্রার জন্য রেহাই দেওয়া হয়, তাহলে যেখানে রেহাই দেওয়া হয়েছে সেখানে আংশিক যাত্রার জন্য তৎকাল কোটা দেওয়া হবে না। ১ম তালিকা তৈরি করার সময় এবং বর্তমান বুকিংয়ের সময় পর্যন্ত বুকিং করা টিকিটের জন্য এই রেহাই দেওয়া হবে। টিটিই-র দ্বারাও অনবোর্ডে এই ডিসকাউন্ট অনুমোদিত হতে পারে।    এই স্কিমের ব্যবস্থা ১ বছর সময় পর্যন্ত প্রযোজ্য হবে।
advertisement
ABIR GHOSHAL
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: রেলের ভাড়ায় বড়সড় বদল, এসি চেয়ার কারে ২৫% পর্যন্ত বিশাল ছাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement