Murshidabad News: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি! পথশ্রীর কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
মুর্শিদাবাদের হরিহরপাড়ার ধরমপুর পঞ্চায়েতের রেজলাপাড়া গ্রামে পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির কাজ হচ্ছিল। রেজলাপাড়া থেকে সুন্দলপুরের নদীর ধার পর্যন্ত এক কিলোমিটার ঢালাই রাস্তা তৈরির জন্য মোটা টাকা বরাদ্দ হয়।
মুর্শিদাবাদ: পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী প্রকল্পের কাজ চলছে রাজ্যেজুড়ে। কিন্তু সেই কাজের গুণগতমান নিয়ে এবার বড়সড় প্রশ্ন উঠে গেল। হরিহরপাড়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তা তৈরির কাজের অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শেষে রাস্তা তৈরির কাজ বন্ধও করে দেন তাঁরা।
আরও পড়ুন: বাইসনের তাণ্ডবে অতিষ্ঠ সাঁতালির মানুষ
মুর্শিদাবাদের হরিহরপাড়ার ধরমপুর পঞ্চায়েতের রেজলাপাড়া গ্রামে পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির কাজ হচ্ছিল। রেজলাপাড়া থেকে সুন্দলপুরের নদীর ধার পর্যন্ত এক কিলোমিটার ঢালাই রাস্তা তৈরির জন্য মোটা টাকা বরাদ্দ হয়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, সরকারি নিয়ম মেনে শিডিউল টাঙায়নি ঠিকাদার। নিজের মর্জি মাফিক কাজ করছিলেন তিনি। নিম্নমানের ইটের কুচি ফেলে রাস্তার কাজ হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
advertisement
advertisement
এছাড়াও একটি কালভার্ট বড় করার প্রয়োজন থাকলেও তা করা হয়নি। পাশাপাশি পুকুরের ধারে গার্ডওয়াল না তুলেই রাস্তা তৈরি করায় তা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে বলে দাবি গ্রামবাসীদের। এরই প্রতিবাদ জানিয়ে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেয় গ্রামের মানুষ। অথচ এই রাস্তাটি এলাকায় যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখান দিয়ে খুব সহজে ডোমকলে পৌঁছে যাওয়া যায়। উন্নতমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির দাবি এবং পথশ্রী প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া প্রসঙ্গে হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত রাস্তা তৈরীর কাজ বন্ধ আছে।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 6:03 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি! পথশ্রীর কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা