Murshidabad News : ধুন্ধুমার কাণ্ড! পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ, জেনে নিন কারণ

Last Updated:

আবাস যোজনা তালিকায় নাম থাকা সত্ত্বেও, মেলেনি ঘর, আর সেখানেই বিতর্ক...

দেবীপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন 
দেবীপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন 
#মুর্শিদাবাদ: আবাস যোজনা তালিকায় নাম থাকা সত্ত্বেও, মেলেনি ঘর। কারুর বাড়িতে গিয়ে সার্ভে করার পরেও নাম আসেনি তালিকায়। রাজ্য জুড়ে চলা, আবাস যোজনার কাজ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না কিছুতেই। গত কয়েক দিন ধরেই মুর্শিদাবাদ জেলার অধিকাংশ ব্লকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। কোথাও আইসিডিএস কর্মী কে ঘেরাও, কোথাও বাড়ি ঘেরাও। এবার গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামের বাসিন্দারা।
জলঙ্গির দেবীপুর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার অফিসে তালা ঝুলিয়ে পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায়। প্রকাশ্যে গ্রামবাসীদের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় পঞ্চায়েতের পক্ষ থেকে গলদ রয়েছে একাধিক। তাই অবিলম্বে নতুন তালিকা প্রকাশের দাবিতে তারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখিয়েছেন।
advertisement
advertisement
অবিলম্বে সঠিক আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁদের এই বিক্ষোভ চলবে। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জলঙ্গী থানার পুলিশ। যদিও পড়ে জলঙ্গির ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের আশ্বাসে গ্রামবাসীদের বিক্ষোভ ওঠে পঞ্চায়েত ভবন থেকে। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার পর কাজ করতে আসা অন্যান্য সাধারণ মানুষ তীব্র সমস্যায় পড়বে। গ্রামবাসীদের অভিযোগ, যাদের পাকা বাড়ি আছে তাদের এই আবাস যোজনার তালিকাতে নাম রয়েছে। কিন্তু যারা প্রকৃত প্রাপক তাঁদের নাম নেই। অবিলম্বে তালিকা সংশোধনের দাবিতে এই বিক্ষোভ প্রদর্শন করা হয় মঙ্গলবার ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News : ধুন্ধুমার কাণ্ড! পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ, জেনে নিন কারণ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement