Valentines Day 2024: টেডি ডে পালন করলেন! কিন্তু কী ভাবে এর শুরু? জেনে নিন
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
ফেব্রুয়ারি প্রেমের মাস। চলছে ভালবাসার সপ্তাহ। ভালবাসার প্রিয় মানুষ কে চকোলেট থেকে টেডি উপহার দিয়ে থাকেন অনেক প্রেমিক বা প্রেমিকা। কিন্তু কেন পালন করা হয় জানেন না অনেকেই।
মুর্শিদাবাদ: ‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে,বসন্ত এসে গেছে’। ফেব্রুয়ারি প্রেমের মাস। চলছে ভালবাসার সপ্তাহ। ভালবাসার প্রিয় মানুষ কে চকোলেট থেকে টেডি উপহার দিয়ে থাকেন অনেক প্রেমিক বা প্রেমিকা। কিন্তু কেন পালন করা হয় জানেন না অনেকেই।
কথায় বলে, নরম, তুলতুলে টেডিকে জড়িয়ে ধরলে আপনি স্মৃতিচারণ করতে পারবেন উপহারদাতার। তবে ফুলের মতো টেডি তো আর শুকিয়ে যায় না। বরং স্মৃতি হয়ে থেকে যায় দীর্ঘদিন। সেই সঙ্গে ধরা থাকে সুখের সব মুহূর্তও। তাই এই দিন টাকে পালন করে থাকেন অনেকেই।
advertisement
advertisement
তবে বহরমপুর শহরের কলেজ ঘাট এলাকায় পথ চলতি সাধারণ মানুষ থেকে প্রেমিক বা প্রেমিকা তারা কিন্তু উত্তর দিতে পারেননি কেন এই পালন করা হয় এই টেডি ডে। সঠিক জবাব অনেকের কাছেই ছিল অজানা।
তবে জানা গিয়েছে, ভালোবাসার অভিব্যক্তি হিসেবে গণ্য করা হয় টেডি বিয়ারকে।
advertisement
১০ ফেব্রুয়ারি দিনটি টেডি বিয়ার দিবস হিসেবে পালন করা হয়। এর তাৎপর্য কিন্তু একে অপরে আরও বেশি করে আঁকড়ে ধরা। আরও বেশি করে ভালবাসা। আর উষ্ণ আলিঙ্গন দুটি মনকে আরও কাছাকাছি এনে দেয়। টেডিও কিন্তু ঠিক তাই। টেডিকেই জড়িয়েই আমাদের আবেগ, ভালবাসার বহিঃপ্রকাশ। প্রেমের প্রতীক হিসেবে তাই বছর বছর ধরে রয়েছে এই কার্ড, চকোলেট, ফুল, টেডি।
advertisement
টেডি ডে কেন হয় তা জানেন কি? আমেরিকার প্রেসিডেন্ট থিয়োডর টেডি রুজভেল্ট পশুহত্যা রুখতে ভল্লুকের আকৃতির একটি পুতুল বানান। সেই বছর তিনি তাঁর ভ্রমণে গিয়েও কোন পশু শিকার করেননি। পশুপ্রেমী থিয়োডর অনুরোধেই প্রতি বছর এই দিনটি টেডি বিয়ার ডে হিসেবে পালন করা হয়।
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2024 8:40 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Valentines Day 2024: টেডি ডে পালন করলেন! কিন্তু কী ভাবে এর শুরু? জেনে নিন