#কান্দিঃ মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত, গুন্দুরিয়া গ্রামের এক গৃহবধূর অস্বাভাবিক অবস্থায় মৃত্যু হল শনিবার সকালে কান্দি মহকুমা হাসপাতালে (Murshidabad News)। পুলিশ জানিয়েছে মৃতের নাম শিউলি ঘোষ (১৮)। জানা গিয়েছে, গত দুই বছর আগে বিয়ে হয় খড়গ্রাম থানার গহিরা গ্রামের বাসিন্দা শিউলি ঘোষের সাথে ভরতপুর থানার অন্তর্গত গুন্দুরিয়া গ্রামের বাসিন্দা শ্রীমন্ত ঘোষের সঙ্গে। বর্তমানে তাদের একটি দশ মাসের কন্যা সন্তান রয়েছে। মৃত গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, "শনিবার সকালে গৃহবধূ শিউলি ঘোষ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে জানানো হয় আমাদেরকে। আমরা কান্দি মহকুমা হাসপাতালে এসে দেখি তাঁর মৃত্যু হয়েছে। তবে কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল তা আমরা বুঝে উঠতে পারছি না।" অন্যদিকে মৃতের হাতে আঘাতের চিহ্ন আছে বলে দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। ঘটনার জেরে কান্দি থানার পুলিশ প্রশাসন দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছেন ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bharatpur, Murshidabad, Murshidabad news