Murshidabad News: মর্মান্তিক! বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় সাত সকালেই শেষ বৃদ্ধ তেলেভাজা বিক্রেতার জীবন
- Reported by:KOUSHIK ADHIKARY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
মর্মান্তিক বললেও কম বলা হয়! শনিবার সাতসকালে বহরমপুরে ট্রাক্টরের ধাক্কার মৃত্যু হল বৃদ্ধ তেলেভাজা বিক্রেতার
মুর্শিদাবাদ: সাত সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনায় বহরমপুরের মৃত্যু হল এক প্রৌঢ় তেলেভাজা বিক্রেতার। মৃতের নাম সিরাজ শেখ (৭০)। গজধরপাড়া রাজ্য সড়কের উপর দ্রুতগতির ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় তাঁর।
স্থানীয় সূত্রে খবর, রোজের মতো শনিবার সকালেও সিরাজ শেখ ফুলুরি বিক্রি করার জন্য সাইকেলে করে বহরমপুরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই গজধরপাড়া রাজ্য সড়কের উপর দ্রুত গতিতে আসা দুটি ট্রাক্টর সজোরে ধাক্কা মারে তাঁকে। ছিটকে পড়েন রাস্তার উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধ তেলেভাজা বিক্রেতার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
advertisement
advertisement
এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই ঐ সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য মুর্শিদাবাদ জেলায় শুক্রবার থেকে এক সপ্তাহ ধরে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে পুলিশের উদ্যোগে। সেই সময়ই বেপরোয়া গাড়ির ধাক্কায় এক প্রৌঢ়ের মৃত্যুতে পথ নিরাপত্তার প্রকৃত হাল অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 07, 2023 4:32 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মর্মান্তিক! বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় সাত সকালেই শেষ বৃদ্ধ তেলেভাজা বিক্রেতার জীবন










