#মুর্শিদাবাদঃ কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর কালীপুজোয় মেতে উঠেছেন আপামর বাঙালি । বাঙালির বারো মাসে তেরো পার্বনের মতো কালীপুজো একটি উৎসব। সোমবার রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে কালীপুজো আয়োজন করা হয়েছে। তবে জেলার বিভিন্ন জায়গায় বিশেষ থিমের চমক দিয়েছে একে ওপরকে।
এবছর কান্দি জীবধরপাড়া আমরা কজন ক্লাবের কালীপুজোর থিম কেজিএফ। কেজিএফ সিনেমার আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর মন্ডপ সজ্জা উদ্বোধনের পর জনসমাগম লক্ষ্য করা যায় এই মন্ডপে।
আরও পড়ুনঃ কান্দি পৌরসভার কর ফাঁকি! সিল করা হল দোকান
কোভিড মহামারি তে গত দুইবছর বড় করে থিম না করে উঠলেও এবছর প্রায় ছয় লক্ষ টাকা ব্যয়ে বাজেট করা হয়েছে এই মন্ডপ সজ্জায় ।পাশাপাশি ছিল বাহারী আলোকসজ্জা, যা নজর কেড়েছে দর্শনার্থীদের।
বর্তমানে খুব জনপ্রিয় হয়েছে কেজিএফ সিনেমা। সেই সিনেমা বিশাল আকৃতির কালী প্রতিমা দেখানো হয়েছে। সেই থিম কেই ফুটিয়ে তোলা হয়েছে। কান্দি জীবধরপাড়া আমরা কজন ক্লাবের ২৩তম বর্ষে এই কালীপুজোর আকর্ষণ করেছে সকলের। পাশাপাশি গুহা মধ্যে প্রবেশ করে মন্ডপ সজ্জা দর্শন করতে হচ্ছে দর্শনার্থীদের। তবে এবছর দর্শকদের মনোরঞ্জন দিতে পেরে বেশ খুশি প্রকাশ করেছেন ক্লাবের উদ্যোক্তা থেকে সদস্য সকলের।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Berhampore, Murshidabad