Murshidabad News: বড় বড় হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত কামাল করল মহকুমা হাসপাতালই, নতুন জীবন ফিরে পেলেন বৃদ্ধা
Last Updated:
অস্ত্রোপচারের একমাস পর অর্থাৎ ঘটনার পাঁচ মাস পর রোগী দাঁড়াতে পারছে, এটা দেখেই অনেক আনন্দ হচ্ছে, একজন ডাক্তারের কাছে এর চাইতে বড় পাওয়া আর কিছুই হতে পারে না।
#মুর্শিদাবাদ: জিয়াগঞ্জ মরিচাপাড়ার বাসিন্দা সাহানি বেওয়া, পাঁচ মাস আগে পড়ে গিয়ে ফিমারের হিপ জয়েন্টের বল ভেঙে গিয়েছিল তার। কিন্তু চার মাস ধরে ছুটোছুটি করেও কোন বড় বেসরকারি হাসপাতাল ঝুঁকি নিয়ে অপারেশন করতে চাইনি। শেষ পর্যন্ত লালবাগ মহকুমা হাসপাতালের অর্থপেডিক সার্জেন ডাঃ অরিন্দম মণ্ডল, হাসপাতাল সুপার এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সহযোগিতায় স্বল্প সরঞ্জামে অস্ত্রোপচার করতে সফল হন।রোগী কাঁদতে কাঁদতে ডাক্তারবাবুদের ধন্যবাদ জানিয়েছেন। ডাঃ অরিন্দম মণ্ডল জানান, যেহেতু ঘটনাটি চার মাসের পুরনো, তাই একটু ভয় হচ্ছিল কিন্তু তবুও ঝুঁকি নিয়ে, হাসপাতাল সুপার ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সহযোগিতায় অস্ত্রোপচারে সফল হয়েছি।
advertisement
আজকে যখন অস্ত্রোপচারের একমাস পর অর্থাৎ ঘটনার পাঁচ মাস পর রোগী দাঁড়াতে পারছে, এটা দেখেই অনেক আনন্দ হচ্ছে, একজন ডাক্তারের কাছে এর চাইতে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। রোগীর মেয়ে হাসিবা বেওয়া জানান, আমাদের দরিদ্র পরিবার, তবুও বড় বড় হাসপাতাল নার্সিংহোমে গিয়েছিলাম কিন্তু কেউই ঝুঁকি নিতে চায়নি, শেষ পর্যন্ত এই লালবাগ মহকুমা হাসপাতালের ডাক্তারবাবু ঝুঁকি নিয়ে অপারেশন করলেন এবং আজ অপারেশনের এক মাস পর মা হাঁটাচলা করতে পারছেন।
advertisement
আরও পড়ুনSouth 24 Parganas News: কিছুটা বেশি রোজগারের আশায় বাঘের মুখে পড়তেও পিছপা হচ্ছেন না সুন্দরবনের মৎসজীবীরা
ডাক্তারবাবুদের অনেক ধন্যবাদ জানিযেছেন তিনি। সমাজকর্মী রফিক হোসেন জানান, ডক্টর অরিন্দম মণ্ডলের মতই গুটিকয়েক ডাক্তার রোগীদের খুব ভাল পরিষেবা দিয়ে যাচ্ছেন, যদি হাসপাতালের সমস্ত ডাক্তার, সমস্ত স্বাস্থ্য কর্মীরা এইভাবে সহযোগিতা করে তাহলে হয়তো স্বাস্থ্য পরিষেবায় লালবাগ মহকুমা হাসপাতাল প্রথম সারিতে থাকবে।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
First Published :
September 20, 2022 7:56 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বড় বড় হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত কামাল করল মহকুমা হাসপাতালই, নতুন জীবন ফিরে পেলেন বৃদ্ধা
