Murshidabad News- শ্বশুরবাড়িতে চড়াও হয়ে এ কী করে বসল জামাই! জানলে স্তম্ভিত হয়ে যাবেন!
Last Updated:
তিন মাস আগে ভগবানগোলার ওলাপুর এলাকায় শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে রামচাঁদবাটি গ্রামের বাসিন্দা, জামাই সুমন সেখের বিরুদ্ধে। পুলিশ সেই ঘটনায় তাকে গ্রেফতার করে। ফের এদিন শ্বশুরবাড়িতে আগুন লাগাতে গিয়ে ধরা পড়ে সুমন সেখ
#মুর্শিদাবাদঃ শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পরই জেল। জেল থেকে বেড়িয়ে, ফের শ্বশুরবাড়িতে আগুন লাগাতে গিয়ে হাতেনাতে ধৃত যুবক। বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার ওলাপুর এলাকায়। অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে ভগবানগোলার ওলাপুর এলাকায় শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে রামচাঁদবাটি গ্রামের বাসিন্দা জামাই সুমন সেখের বিরুদ্ধে। পুলিশ সেই ঘটনায় তাকে গ্রেফতার করে। কয়েক মাস জেল খাটার পর ফিরে এসে বুধবার সকালে ফের শ্বশুর বাড়িতে আগুন ধরাতে যায় বলে অভিযোগ। স্থানীয়রা তাকে ধরে বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এবং অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ওই যুবক।
advertisement
advertisement
সুমন সেখ এই ঘটনার কথা অস্বীকার করে। তার দাবি, "আমি আগুন ধরাতে আসিনি। আমার জায়গা আছে তাই এসেছি। আমাকে মারধর করে এখানে বেঁধে রেখেছে। আমি আগুন ধরাইনি, আমার নামে মিথ্যা অভিযোগ করছে", বলে জানান তিনি।
advertisement
চাঁদ বানু বিবির অভিযোগ, "গত ছয় মাস আগে রিংকা খাতুনের সাথে বিয়ে হয় সুমন সেখের। কিন্তু তিন মাসে আগে বনিবনার জেরেই সম্পর্কে ছেদ পড়ে। তারপরেই সুমন তার শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সুমন সেখকে গ্রেফতার করে। জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় আজ ভোরে আগুন লাগানোর জন্য আসে সে। ভোর রাতে দেখছি আগুন জ্বালাতে এসেছিল বাড়িতে। আমরা ধরে রেখেছি, গোটা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। ইচ্ছাকৃত ভাবে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্যই হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি।"
advertisement
অন্যদিকে, এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভগবানগোলা থানার পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ঘটনার জেরে আটক করা হয়েছে সুমন সেখকে বলে পুলিশ জানিয়েছে।
Koushik Adhikary
Location :
First Published :
May 25, 2022 8:28 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- শ্বশুরবাড়িতে চড়াও হয়ে এ কী করে বসল জামাই! জানলে স্তম্ভিত হয়ে যাবেন!