Migrant Worker Death- ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি শ্রমিকের! জানলে আঁতকে উঠবেন

Last Updated:

ভিন রাজ্যে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে ১৪ তলা বহুতল বিল্ডিং থেকে পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের ফরাক্কার এক শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত ওই শ্রমিকের নাম ডেনি শেখ(২৪)। 

শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। 
শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। 
#ফরাক্কাঃ মুর্শিদাবাদ জেলাতে সেইভাবে গড়ে ওঠেনি শিল্প বা কর্ম সংস্থান। তাই কর্মসংস্থানের আশায় মুর্শিদাবাদ জেলা থেকে ভিন রাজ্যে পারি দিতে হয় যুবকদের। তবে ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের।
ভিন রাজ্যে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে ১৪ তলা বহুতল বিল্ডিং থেকে পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের ফরাক্কার এক শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত ওই শ্রমিকের নাম ডেনি শেখ(২৪)। বাড়ি ফরাক্কা থানার নয়নসুখ পঞ্চায়েতের অন্তর্গত রামরামপুর। ভিনরাজ্যে রাজমিস্ত্রীর কাজে গিয়ে শ্রমিকের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ফরাক্কার নয়নসুখ পঞ্চায়েতের অন্তর্গত রামরামপুর এলাকা থেকে রাজমিস্ত্রীর কাজ করতে মুম্বই'য়ের বান্দ্রা গিয়েছিলেন যুবক ডেনি শেখ। অন্যান্য দিনের মতো সোমবার রাজমিস্ত্রীর কাজ করছিলেন তিনি। ১৪ তলা একটি বিল্ডিং'য়ের কাজ করার সময় অসাবধানতা বশত হঠাৎ ভাড়া থেকে পরে যায় ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শ্রমিকের।বাড়িতে মৃত্যু সংবাদ পৌঁছতেই কান্নায় ভেঙ্গে পরে পরিবার। ইতিমধ্যেই দেহ বাড়ি ফিরিয়ে নিয়ে আসার তৎপরতা শুরু হয়েছে।
advertisement
পরিবারের সদস্যরা জানিয়েছেন, "বিল্ডিং'য়ের কাজ করার সময়ে মুম্বইয়ের বান্দ্রাতে মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই রাজ্যে কাজের অভাবের জেরেই কিছু অর্থ উপার্জন করার জন্য ভিন রাজ্যে রওনা দিতে হয় শ্রমিকদের। এখানে কাজের সুযোগ থাকলে আমাদের পরিবারের সন্তানদের ভিন রাজ্যে যেতে হত না।" এখন দেহ ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Migrant Worker Death- ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি শ্রমিকের! জানলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement