Murshidabad News: আদালতের বিচারে মুক্ত বালি হাঁস! সুখের সময় কাটছে পুকুরে
Last Updated:
খড়গ্রাম থানার শঙ্করপুর থেকে পাখি পাচারের অভিযোগে গ্রেফতার একজন। তোলা হল কান্দি মহকুমা আদালতে ।সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের । অন্যদিকে আদালতের নির্দেশে পুকুরে ছাড়া হল বালি হাঁস গুলিকে।
#মুর্শিদাবাদ: খড়গ্রাম থানার শঙ্করপুর থেকে পাখি পাচারের অভিযোগে গ্রেফতার একজন। তোলা হল কান্দি মহকুমা আদালতে ।সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের৷ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অন্তর্গত শঙ্করপুর বাজার থেকে পাখি পাচারের অভিযোগে গ্রেফতার করা হল একজনকে।
আরও পড়ুন Purulia News : মাঠ পাল্টাতে গিয়ে তৈরি হচ্ছে জটিলতা!
পুলিশ জানিয়েছে ধৃতের নাম রবিউল সেখ। বুধবার সকালে শঙ্করপুর বাজার থেকে বালি হাঁস প্রজাতির পাখি কিনেছিল যা বেআইনি । আর তার জেরেই খড়গ্রাম থানার পুলিশ গ্রেফতার করে এক ব্যক্তিকে এবং বনদফতরের হাতে তুলে দেওয়া হয় বালি হাঁস গুলোকে।
advertisement
আরও পড়ুন Jalpaiguri News: জলপাইগুড়ির মালবাজারে মৌমাছির আক্রমণে হাসপাতালেই ভর্তি হতে হল ২ পড়ুয়াকে
জানা গিয়েছে, বালি হাঁস প্রজাতির তিনটি পাখি বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতের কাছ থেকে। ধৃত রবিউল সেখের বিরুদ্ধে ২,৯,১১, ৩৯, ৪৯ অ্যান্ড ৫০ অফ বন্য প্রাণী সংরক্ষণ আইন ১৯৭২ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে বুধবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হয় বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে । ধৃতকে বুধবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ভাস্কর মজুমদার সাত দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন ।পাশাপাশি উদ্ধার হওয়া বালি হাঁস গুলিকে মুক্ত করার নির্দেশ দেন বিচারক ভাস্কর মজুমদার। বিচারকদের নির্দেশ মতো বুধবার বিকেলে উদ্ধার হওয়া বালি হাঁস গুলোকে কান্দি পার্কের পুকুরে ছেড়ে দেওয়া হয়।
advertisement
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
First Published :
December 22, 2022 8:15 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: আদালতের বিচারে মুক্ত বালি হাঁস! সুখের সময় কাটছে পুকুরে