Murshidabad: ৭৫ বছরের প্রাচীন ধর্মরাজ মন্দির সংস্কার
Last Updated:
মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে যেমন ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের বহুমূল্য সম্পদ। ঠিক তেমনই আছে জেলার বিভিন্ন জায়গায় বহু প্রাচীন মন্দির।
খড়গ্রামঃ মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে যেমন ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের বহুমূল্য সম্পদ। ঠিক তেমনই আছে জেলার বিভিন্ন জায়গায় বহু প্রাচীন মন্দির। খড়গ্রাম ব্লকে ৭৫ বছরের প্রাচীন মন্দির পূর্ণ সংস্কার করে নতুনভাবে নির্মাণ করা হল। ঢালা হল ১০৮ ঘড়া গঙ্গা জল। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগর এলাকায় হালদারপাড়াতে অবস্থিত প্রাচীন ধর্মরাজ মন্দির। ৭৫ বছরের প্রাচীন এই মন্দির বর্তমানে ভগ্নদশায় পরিণত হয়েছিল। তাই সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয় গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে। গ্রামের বাসিন্দারা চাঁদা সংগ্রহ করে মন্দিরের পূর্ণ সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেন। সংস্কারের পর মন্দিরের পবিত্রতা রক্ষায় ঢালা হয় গঙ্গা জল। খড়গ্রাম ব্লক থেকে বহরমপুর শহরের দূরত্ব ৪০ কিলোমিটার। সেখান থেকেই থেকে নিয়ে আসা হয় পবিত্র গঙ্গা জল। গ্রামের পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মোট ১০৮ ঘড়া গঙ্গা জল নিয়ে আসেন। আর সেই জল মন্দিরের চুড়ায় ঢেলে চলে শুদ্ধিকরণ পর্ব। এই মন্দিরের পূর্ণ সংস্কার উপলক্ষে বিশেষ হোম যজ্ঞ সহকারে পুজো অর্চনার আয়োজন করা হয়। আর কয়েক দিন পরেই ধর্মরাজ পুজোয় মেতে উঠবেন গ্রামের বাসিন্দারা। গ্রাম বাংলার প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম হল এই ধর্মরাজ পুজো। মাথায় করে ধর্মরাজ ঠাকুর কে নিয়ে এসে মন্দিরে স্থাপন করে পুজো করা হয়। আর সেই পুজোর আগেই এই মন্দিরের পুর্ণ সংস্কার করা হল। পঞ্চ পূজারীর মধ্যে দিয়েই পূজো আর্চনা সম্পন্ন করা হয়।
প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। মুর্শিদাবাদ KOUSHIK ADHIKARY. MURSHIDABAD.
view commentsLocation :
First Published :
May 13, 2022 11:08 AM IST