Rathayatra 2023: রথযাত্রায় জগন্নাথদেবকে নিবেদনের জন্য তৈরি হচ্ছে ছানার মালপোয়া! দেখুন ভিডিও 

Last Updated:

Rathayatra 2023: জগন্নাথ দেবকে পুজো হিসেবে অন্যতম ভোগ দেওয়া হয় মালপোয়া। মুর্শিদাবাদ জেলাতে মিষ্টির দোকানে তৈরি করা হচ্ছে ছানার মালপোয়া। 

+
তৈরি

তৈরি চলছে মালপোয়া 

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: আজ, মঙ্গলবার রথযাত্রা। জগন্নাথ দেব নিজের বাড়ি থেকে রওনা দেবেন মাসির বাড়ি। জগন্নাথ দেবকে পুজো হিসেবে অন্যতম ভোগ দেওয়া হয় মালপোয়া। মুর্শিদাবাদ জেলাতে মিষ্টির দোকানে তৈরি করা হচ্ছে ছানার মালপোয়া। জোর কদমে চলছে মালপোয়া তৈরির কাজ।মালপোয়ার সংস্কৃত নাম “মল্লপূধা।” মালপোয়া খেলে মল্ল অর্থাৎ পালোয়ানের মতো শক্তি হয়, এই বিশ্বাসে এক সময় ঈশ্বরের কাছে মালপোয়া ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করা হত।
ভিন্ন মতে, মালপোয়ার ‘মাল’ শব্দটি নাকি ফারসি। আর পোয়া এসেছে সংস্কৃত ‘পূপ’ থেকে। পূপ মানে পিঠে। মালপোয়া কিন্তু ঠিক বঙ্গীয় খাদ্য নয়। যদিও বাংলায় এটি দারুণ জনপ্রিয়। বৃন্দাবনের ভক্ত বৈষ্ণবদের হাত ধরে এই সুখাদ্যটি গৌড়ীয় বৈষ্ণবসমাজে প্রবেশ করে। তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের মতো রাজ্যেও মালপোয়া অত্যন্ত জনপ্রিয়।
advertisement
advertisement
বিভিন্ন উপকরণ দিয়েই ছানার মালপোয়া তৈরি করা যায়। একবার এভাবে ছানার তৈরি মালপোয়া খেয়ে দেখুন, মন্দ যে লাগবে না, সে কথা হলফ করে বলতে পারি। দৈনিক প্রায় ৫০০-র কাছাকাছি তৈরি হয় এই মালপোয়া। বর্তমানে ৭টাকা প্রতি পিস হিসেবে বিক্রি করা হয়ে থাকে। যা কিনতে ভিড় জমান বহু সাধারণ মানুষ । ৫৬ভোগের মধ্যে হিসেবে দেওয়া হয়ে থাকে মালপোয়াকে। প্রিয় প্রভু জগন্নাথদেবকে ভোগ হিসেবে দেওয়ার জন্য মালপোয়া কিনতে ভিড় করছেন দোকানে ক্রেতারা।
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Rathayatra 2023: রথযাত্রায় জগন্নাথদেবকে নিবেদনের জন্য তৈরি হচ্ছে ছানার মালপোয়া! দেখুন ভিডিও 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement