Rathayatra 2023: রথযাত্রায় বাড়িতেই জগন্নাথদেবের পুজো করবেন? জানুন কোথায় কীভাবে রাখবেন তাঁর মূর্তি ও পুজোর রীতি

Last Updated:
Rathayatra 2023: কোন রীতিতে জগন্নাথদেবের পুজো করবেন বাড়িতে, কোন নিয়মে আরাধনা করবেন, জেনে নিন এই শুভ ক্ষণে
1/8
রথযাত্রা জগন্নাথভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। তবে সকলের পক্ষে তো রথযাত্রার শোভাযাত্রায় গিয়ে রথের রশি স্পর্শ করা সম্ভব হয় না। তাঁরা বাড়িতেই জগন্নাথ দেবের পুজো করেন। কোন রীতিতে জগন্নাথদেবের পুজো করবেন বাড়িতে, কোন নিয়মে আরাধনা করবেন, জেনে নিন এই শুভ ক্ষণে।
রথযাত্রা জগন্নাথভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। তবে সকলের পক্ষে তো রথযাত্রার শোভাযাত্রায় গিয়ে রথের রশি স্পর্শ করা সম্ভব হয় না। তাঁরা বাড়িতেই জগন্নাথ দেবের পুজো করেন। কোন রীতিতে জগন্নাথদেবের পুজো করবেন বাড়িতে, কোন নিয়মে আরাধনা করবেন, জেনে নিন এই শুভ ক্ষণে।
advertisement
2/8
জ্যোতিষ তথা বাস্ত্রশাস্ত্র মতে, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বড় ছবি বা মূর্তি বাড়িতে পুজো করা উচিত। যদি আলমারি বা লকারে রাখেন, তাহলেও বড় মূর্তি রাখবেন। ঘরের কোণে কোনও সময় জগন্নাথদেবকে স্থাপনা করবেন না।
জ্যোতিষ তথা বাস্ত্রশাস্ত্র মতে, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বড় ছবি বা মূর্তি বাড়িতে পুজো করা উচিত। যদি আলমারি বা লকারে রাখেন, তাহলেও বড় মূর্তি রাখবেন। ঘরের কোণে কোনও সময় জগন্নাথদেবকে স্থাপনা করবেন না।
advertisement
3/8
বাড়িতে ঠাকুরঘরের পাশাপাশি বসার ঘরেও সাজিয়ে রাখতে পারেন জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার মূর্তি। তাহলে বাড়িতে প্রবেশ এবং বাড়ি থেকে বার হওয়ার সময় তাঁর দর্শনলাভ হবে। আগত অতিথিরাও তাঁর দর্শন লাভ করতে পারবেন।
বাড়িতে ঠাকুরঘরের পাশাপাশি বসার ঘরেও সাজিয়ে রাখতে পারেন জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার মূর্তি। তাহলে বাড়িতে প্রবেশ এবং বাড়ি থেকে বার হওয়ার সময় তাঁর দর্শনলাভ হবে। আগত অতিথিরাও তাঁর দর্শন লাভ করতে পারবেন।
advertisement
4/8
তবে বাড়ির যেখানেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রাখুন না কেন, শোপিস হিসেবে রাখবেন না। বরং তাঁদের যথা উপচারে ও নিয়মে পুজো করুন।
তবে বাড়ির যেখানেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রাখুন না কেন, শোপিস হিসেবে রাখবেন না। বরং তাঁদের যথা উপচারে ও নিয়মে পুজো করুন।
advertisement
5/8
জগন্নাথ, বলরাম, সুভদ্রার সঙ্গে পূজিত হন সুদর্শন চক্রও। রথযাত্রার পুণ্যতিথিতে তাঁদের উপাসনার সময় ধূপকাঠি দিয়ে আরতি করুন। সব সময় বিজোড় সংখ্যক ধূপকাঠি নিন। ৩, ৫ বা ৭ এরকম সংখ্যক ধূপকাঠি নিতে পারেন আরতির জন্য।
জগন্নাথ, বলরাম, সুভদ্রার সঙ্গে পূজিত হন সুদর্শন চক্রও। রথযাত্রার পুণ্যতিথিতে তাঁদের উপাসনার সময় ধূপকাঠি দিয়ে আরতি করুন। সব সময় বিজোড় সংখ্যক ধূপকাঠি নিন। ৩, ৫ বা ৭ এরকম সংখ্যক ধূপকাঠি নিতে পারেন আরতির জন্য।
advertisement
6/8
ঘিয়ের প্রদীপেও আরতি করুন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার। তাঁদের পাদপাদ্ম এবং সুদর্শন চক্রে নিবেদন করুন পুষ্পার্ঘ্য। প্রসাদ হিসেবে রাখুন প্রসাদ ও মিষ্টান্ন। নারকেল রাখবেন ফলপ্রসাদে।
ঘিয়ের প্রদীপেও আরতি করুন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার। তাঁদের পাদপাদ্ম এবং সুদর্শন চক্রে নিবেদন করুন পুষ্পার্ঘ্য। প্রসাদ হিসেবে রাখুন প্রসাদ ও মিষ্টান্ন। নারকেল রাখবেন ফলপ্রসাদে।
advertisement
7/8
জগন্নাথ পুজোর সময় রাখতে পারেন কীর্তনের আয়োজনও। খোল করতাল মৃদঙ্গ বাজিয়ে করুন নামসংকীর্তন। এই নামগানে অংশ নিন পরিবারের সদস্য এবং অতিথিরা।
জগন্নাথ পুজোর সময় রাখতে পারেন কীর্তনের আয়োজনও। খোল করতাল মৃদঙ্গ বাজিয়ে করুন নামসংকীর্তন। এই নামগানে অংশ নিন পরিবারের সদস্য এবং অতিথিরা।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement