Murshidabad News: লেভেল ক্রসিং বন্ধের সিদ্ধান্ত রেলের, প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের

Last Updated:

মুর্শিদাবাদের ভাবতা এলাকায় রেলের বেশ কয়েকটি লেভেল ক্রসিং আছে। এর মধ্যে ১১৮ নম্বর লেভেল ক্রসিংটি বন্ধ করার নোটিশ জারি করা হয়েছে।

মুর্শিদাবাদ: বেশ কিছু জায়গায় লেভেল ক্রসিং উঠিয়ে দিয়ে রেলগেট বন্ধ করে দিতে চায় রেল। মুর্শিদাবাদের ভাবতা এলাকাতেও এমনই কয়েকটি লেভেল ক্রসিং বন্ধ করার পরিকল্পনা করেছে তারা। তার জন্য ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ এলাকার মানুষ। লেভেল ক্রসিং বন্ধ করার এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাঁরা শুক্রবার সকালে বিক্ষোভ দেখান
মুর্শিদাবাদের ভাবতা এলাকায় রেলের বেশ কয়েকটি লেভেল ক্রসিং আছে। এর মধ্যে ১১৮ নম্বর লেভেল ক্রসিংটি বন্ধ করার নোটিশ জারি করা হয়েছে। এই রেলগেটটির বিকল্প হিসেবে রেল কিছুটা দূরে আলাদা রাস্তাও তৈরি করে দিচ্ছে। কিন্তু তাতে খুশি নয় স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, বিকল্প রাস্তা দিয়ে যেতে গেলে তাঁদের প্রায় দু'কিলোমিটার পথ ঘুরে যেতে হবে। এতে এলাকার মানুষ প্রবল সমস্যায় পড়বে, অসুবিধা হবে স্কুলের ছাত্র-ছাত্রীদের।
advertisement
advertisement
এই রেল গেটটি বন্ধ হলে ভাবতা এলাকার মহেশপুর, গঙ্গাপুর, শঙ্করপাড়া, বটতলা, নলকুন্ডা, রামেশ্বরপুরের মত গ্রামগুলির প্রায় ২৬ হাজার মানুষ সমস্যায় পড়বেন বলে দাবি গ্রামবাসীদের। তাঁদের অভিযোগ, রেল এই এলাকার আরও ৩ টি লেভেল ক্রসিং বন্ধ করার পরিকল্পনা নিয়েছে। এরই প্রতিবাদে শুক্রবার সকালে প্ল্যাকার্ড নিয়ে রেল গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা।
advertisement
স্থানীয় বাসিন্দা মইদুল ইসলাম বলেন, এই রাস্তার ওপর দিয়ে সাধারণ মানুষের যাতায়াত। আমরা এই রাস্তা বন্ধ করতে দেব না। রেলের পক্ষ থেকে নোটিশ ফিরিয়ে নিতে হবে। গ্রামবাসীদের একাংশের দাবি, রেলের তৈরি নতুন ঘুরপথে যেতে হলে দুর্ঘটনার সংখ্যা বাড়বে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় পুলিশ ও জিআরপি। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: লেভেল ক্রসিং বন্ধের সিদ্ধান্ত রেলের, প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement