Murshidabad Road Condition : সংস্কারের অভাবে বেহাল আহিরণের গুরুত্বপূর্ণ রাস্তা, প্রাণের ঝুঁকি নিয়ে নিত্য যাতায়াত চলছেই
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Murshidabad News: দেড় কিলোমিটার রাস্তায় পিচের আস্তরণ উঠে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। কোথাও কোথাও গর্ত এতোটাই গভীর যে, বৃষ্টিতে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে।
মুর্শিদাবাদ: সংস্কারের অভাবে বেহাল আহিরণের গুরুত্বপূর্ণ রাস্তা । দৈনন্দিন ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা । মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আহিরণ হল্ট থেকে ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ দেড় কিলোমিটারব্যাপী রাজ্য সড়ক এলাকায় রয়েছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আহিরণ হল্ট স্টেশন, পুলিশ ফাঁড়ি, আহিরণ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তায় যাতায়াত করে থাকেন । এ ছাড়াও এই রাস্তায় চলাচল করে অসংখ্য ট্রাক, যাত্রীবাহী গাড়ি, রিক্সা ও টোটো । অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটির বর্তমানে চরম বেহাল দশা ।
দেড় কিলোমিটার রাস্তায় পিচের আস্তরণ উঠে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে । কোথাও কোথাও গর্ত এত গভীর যে, বৃষ্টিতে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাধারণের যাতায়াত করা দুষ্কর হলেও ভ্রূক্ষেপ নেই প্রশাসনের । খানাখন্দে ভর্তি রাস্তাটিতে হামেশাই ঘটছে দুর্ঘটনা ।
এলাকাবাসী ও নিত্যযাত্রীদের অভিযোগ, গণতন্ত্রের উৎসব এলে পরিযায়ী নেতারা এসে বেহাল রাস্তা সংস্কারের টোপ দিয়ে ভোট চেয়ে থাকেন । কিন্তু ভোট মিটে গেলে ফিরেও তাকান না, নির্বাচিত প্রতিনিধি । বরং রাজ্যের দুই প্রধান রাজনৈতিক শিবির তৃণমূল ও বিজেপি একে অপরকে দোষারোপ করতেই ব্যস্ত । আক্ষেপ স্থানীয় বাসিন্দাদের ৷
advertisement
advertisement
আরও পড়ুন : অলিগলিতে পথের রোমিওদের শায়েস্তা করতে নতুন উদ্যোগ পুলিশের
কয়েক হাজার গ্রামবাসীর প্রায় সকলেরই অভিযোগ, ভোটের সময় হলেই এলাকার নেতারা রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিয়ে যান । কিন্তু ভোট পেরিয়ে গেলেই তাঁদের আর কারও দেখা পাওয়া যায় না । এতদিনেও সংস্কার তো হয়ইনি, উল্টে রোজ রোজ আরও বেহাল হচ্ছে রাস্তা । রাস্তার বেহাল অবস্থার জন্য দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী । রাজনৈতিক তরজার মাঝে নিত্যদিনের ভোগান্তিতে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী । তাঁরা আরও জানাচ্ছেন যে, এত দিনেও কোনওরকম সংস্কার হয়নি । উল্টে রোজ রোজ আরও বেহাল হচ্ছে রাস্তা । ফলে রোজই দুর্ঘটনা ঘটছে।
advertisement
শুধু তাই নয়, এলাকায় কারও শরীর খারাপ হলেও রাস্তার অবস্থার জন্য কোনও গাড়ি আসতে চায় না । ভয়াবহ এই পরিস্থিতির ফলে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চিকিৎসার অভাবে বেঘোরে প্রাণও যাচ্ছে এলাকাবাসীর । বার বার এই বিষয়ে ব্লক,পঞ্চায়েত ও এলাকার নেতাদের জানানোর পরও কোনও সুরাহা মেলেনি ।
আরও পড়ুন : ফুঁসছে সমুদ্র, বাঁধ ভেঙে ঢুকছে জল! ফের প্লাবিত সুন্দরবন, নিরাশ্রয় বহু
অভিযোগ উঠেছে, রাস্তা সংস্কারের দায় বিজেপির বলে দায়মুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে তৃণমূল । পাশাপাশি এলাকার বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছেন, বারবার ব্লক ও পঞ্চায়েতকে রাস্তা সারাইয়ের ব্যাপারে জানানোর পরও ‘হচ্ছে,হবে’ করে কাজ ফেলে রেখেছে। এলাকার মানুষের সমস্যা হচ্ছে । স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দাবি, জেলা স্তরে জানানো হয়েছে রাস্তা খারাপের কথা । বিষয়টি অতি দ্রুততার সাথে সমাধান করা হবে আগামী দিনে।
advertisement
প্রতিবেদন : কৌশিক অধিকারী
Location :
First Published :
July 16, 2022 3:33 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Road Condition : সংস্কারের অভাবে বেহাল আহিরণের গুরুত্বপূর্ণ রাস্তা, প্রাণের ঝুঁকি নিয়ে নিত্য যাতায়াত চলছেই