Madhyamik Result 2022: মাধ্যমিকের কৃতী ছাত্র বিশেষ ভাবে সক্ষম আলমের পড়ার দায়িত্বে পুলিশ ও জনপ্রতিনিধি

Last Updated:

Murshidabad: মহম্মদ আলমকে সম্বর্ধনা জানানো হয়েছে পুস্প স্তবক ও উত্তরীয় পরিয়ে।

+
বড়ঞাতে

বড়ঞাতে আলমের পাশে পুলিশ থেকে রাজনৈতিক দলের সদস্যরা 

#মুর্শিদাবাদ: মহম্মদ আলম রহমান ১০০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা সঙ্গে নিয়েই এবারের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ফল প্রকাশ হতেই ৬২৫ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সকলকে। সেই খবর ইতি মধ্যেই নিউজ ১৮ লোকালের পর্দায় তুলে ধরা হয়েছিল। কিন্তু আনন্দের মধ্যেই চিন্তা ছিল, পরিবার কিভাবে তার আগামী দিনের স্বপ্ন পূরণ করবে। সেই খবর সম্প্রচারিত হতেই বাড়িতে হাজির হচ্ছেন পুলিশ আধিকারিক থেকে জন প্রতিনিধি প্রায় সকলেই।
মহম্মদ আলম কে সম্বর্ধনা জানানো হয়েছে পুস্প স্তবক ও উত্তরীয় পরিয়ে। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও তাকে সম্বর্ধনা জানিয়েছেন। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত বৈদ্যনাথ গ্রামের বাসিন্দা ও ভরতপুর থানার গড্ডা গণপতি আদর্শ বিদ্যালয়ের ছাত্র মহম্মদ আলম রহমান ১০০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়েই এবারের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতেই স্কুলের সকলকে চমকে দিয়ে প্রথম হয়েছেন মহম্মদ আলম রহমান। তার প্রাপ্ত নম্বর ৬২৫।
advertisement
advertisement
মেধা তালিকার প্রথম দশের মধ্যে না আসতে পারলেও একশো শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে গণিতে ৯৮, ভৌতবিজ্ঞানে ৯৪, ভূগোলে ৯৫ পেয়েছে। হাসি ফুটেছে পরিবার সহ গ্রামের এবং স্কুল শিক্ষকদের। ১০০ শতাংশ শারীরিক প্রতিবন্ধী কী না স্কুলের প্রথম। যে নিজে স্নান করতে পারে না, খাবার খাওয়ার জন্য মায়ের সহযোগিতার প্রয়োজন হয়। সে স্কুলের প্রথম। বাবার ছোট্ট মুদিখানার ওপর পরিবারের সংসার। আর্থিক ভাবে স্বচ্ছলতা না থাকলেও সমস্ত বাধা কে উপেক্ষা করেই এগিয়ে চলেছে মহম্মদ আলম রহমান।
advertisement
তবে শুধু পরিবার না, স্কুলের বন্ধু থেকে শুরু করে শিক্ষকরাও তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তার পড়াশোনার দায়িত্ব যেমন নিয়েছেন বড়ঞা থানার ওসি দেবদাস বিশ্বাস ঠিক তেমনই রাজনৈতিক জন প্রতিনিধিরাও দায়িত্ব নিয়েছেন। আলমের স্বপ্ন, ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানী হওয়ার। আদর্শ যে স্টিফেন হকিং!
advertisement
কৌশিক অধিকারী 
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Madhyamik Result 2022: মাধ্যমিকের কৃতী ছাত্র বিশেষ ভাবে সক্ষম আলমের পড়ার দায়িত্বে পুলিশ ও জনপ্রতিনিধি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement